Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেক বচ্চনও করোনা পজেটিভ


১২ জুলাই ২০২০ ০১:২০

শনিবার (১১ জুলাই) রাতে হুট করেই খবর আসে অমিতাভ বচ্চন কোভিড-১৯ পজেটিভ। তাকে মুম্বাইয়ের নানাবাতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাত্র ঘণ্টাখানেক তার ‘বিগ বি’র পুত্র অভিষেক বচ্চনও জানান তিনি কোভিড-১৯ পজেটিভ। তিনিও একই হাসপাতালে ভর্তি।

তবে এক ফেসবুক স্ট্যাটাসে অভিষেক বচ্চন তার ও তার বাবা অমিতাভ বচ্চনের জন্য সবাইকে দোয়া করতে বলেছেন। একই সঙ্গে এ সময়ে কেউ যেনো অস্থির হয়ে না পড়ে সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেছেন।

বিজ্ঞাপন

অভিষেকের আগে অমিভাভ বচ্চন তার ফেসবুক পেইজে শনিবার রাত ১১টায় লেখেন, ‘আজ সন্ধ্যায় আমার কোভিড-১৯ এর পরীক্ষার ফল পজেটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হয়েছি। তারা কর্তৃপক্ষকে জানিয়েছে। আমার পরিবারের সদস্য ও সকল স্টাফদেরও পরীক্ষা দেওয়া হয়েছে। তাদের ফলের অপেক্ষায় আছি।’

বিগ বি তার সঙ্গে সবশেষ ১০ দিনে যারা দেখা করেছেন কিংবা কোন না কোনোভাবে তার সংস্পর্শে এসেছেন তাদের সকলকেও নিজ দায়িত্বে কোভিড-১৯ পরীক্ষা করোনার জন্য অনুরোধ করেছেন।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে অবশ্য জানিয়েছেন অমিতাভ ও অভিষেক বচ্চনের বড় ধরণের কোন সমস্যা নেই এবং তাদের অবস্থা স্থিতিশীল।

অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন করোনা পজেটিভ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর