Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যাদের কাছে যোগাসন শিখছেন ন্যানসি


১১ জুলাই ২০২০ ১২:৫৭

নাজমুন মুনিরা ন্যানসি— জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় গায়িকা। সঙ্গীত ইন্ডাস্ট্রির লোকজন তাকে রাশভারী হিসেবে চিনেন। ব্যক্তি জীবন নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক তিনি খুব একটা কথা বলতে পছন্দ করেন না। ইদানিং ব্যক্তি জীবন নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিয়মিত পোস্ট দিচ্ছেন।

শনিবার (১১ জুলাই) ন্যানসি জানান, তার দুই কন্যা রোদেলা ও নায়লা তাকে যোগ ব্যায়াম শিখাচ্ছে। তিনিও খুব আগ্রহ নিয়ে তা শিখছেন।

বিজ্ঞাপন

ন্যানসি লেখেন, আমার দুই কন্যা সকাল দশটায় ঘুম থেকে উঠে বলে – ‘ মাম্মা, আসো যোগাসনে বসি। আমি বললাম, এটা কোনো সময় হলো? আর অযথা কেন করব? বড়জন একটু লজ্জা পেয়ে বলল, তুমি জানোনা এতে স্ট্রেস রিলিফ হয়! আমি বললাম- আমি শুধু গান পারি, এসব আসন টাসন পারিনা। দুই মেয়ে অতি উৎসাহে বিছানায় বসে শেখাচ্ছে কিভাবে যোগাসন এ বসে মনকে স্থির করা যায় এবং এর কি কি উপকারিতা আছে!

তিনি জানান, নাছোড়বান্দা মেয়েদের কারণে শেষ পর্যন্ত তাকে যোগাসনে বসতে হয়েছে। সবাইকে বাসায় যোগাসন করার পরামর্শও দেন তিনি।

নায়লা ন্যানসি যোগাসন রোদেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর