পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত কোয়েল ও রঞ্জিত মল্লিক
১০ জুলাই ২০২০ ২১:৩৮ | আপডেট: ১০ জুলাই ২০২০ ২১:৪৮
পুরো পরিবারসহ করোনা আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এমনকি কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং-ও করোনায় আক্রান্ত। আজ (শুক্রবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এ খবর জানিয়েছেন কোয়েল মল্লিক নিজেই।
ভারতীয় একটি গণমাধ্যম সুত্রে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে তারা সবাই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু এরই মধ্যে তাদের শ্বাস কষ্ট দেখা দেয়। এরপর কোয়েল ও রঞ্জিত মল্লিক আরো অসুস্থ হয়ে পড়লে পরিবারের সবারই করোনার পরীক্ষা করা হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টাইনেই আছেন।
এদিকে মাত্র কয়েকদিন আগে মা হয়েছেন কোয়েল মল্লিক। এই মুহূর্তে সন্তান-সহ বাপের বাড়িতেই অবস্থান করছেন তিনি। তাদের জন্য প্রার্থনা জানাচ্ছেন ইন্ডাস্ট্রির সবাই।