Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্ড্রু কিশোর স্মরণে ‘গানওয়ালা’র আয়োজন


১০ জুলাই ২০২০ ২১:০০

থেমে গেল বাংলা গানের এক বিরাট অধ্যায়ের। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের রূপকার এন্ড্রু কিশোর। দীর্ঘ ১০ মাস মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই সোমবার (৬ জুলাই) না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। কিংবদন্তী এই সংগীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে ‘গানওয়ালা’ আয়োজন করেছে ফেসবুক লাইভের। এন্ড্রু কিশোর’র রেখে যাওয়া পনের হাজারের অধিক গান ও তাকে নিয়ে স্মৃতিচারণ করতেই এই বিশেষ আয়োজন।

বিজ্ঞাপন

গণমাধ্যমকর্মী ও গীতিকবি সুমন সাহা’র সঞ্চালনায় ‘গানওয়ালা’য় আড্ডা’ নামে আজ (শুক্রবার) রাত ১১টায় গানওয়ালা’র ফেসবুক পেইজে এই আড্ডায় অংশ নেবেন আমেরিকা থেকে দেশের স্বনামধন্য সংগীত পরিচালক ইমন সাহা। সঙ্গে গান গাইবেন সংগীতশিল্পী চম্পা বনিক ও আতিক রহমান। আয়োজনটি প্রচারিত হবে https://www.facebook.com/gaanwala.m/ লিংকে।

আতিক রহমান ইমন সাহা এন্ড্রু কিশোর গানওয়ালা গানওয়ালা'য় আড্ডা চম্পা বনিক ফেসবুক লাইভ সুমন সাহা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর