Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুক্তি বাতিল করলেন কার্তিক


১০ জুলাই ২০২০ ১১:৩৫

লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এই সীমান্ত ঘিরে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে। আর তারই প্রভাব যেন এসে পড়েছে বলিউড সিনেমা পাড়ায়। চাইনিজ মোবাইল ব্র্যান্ড এর সঙ্গে চুক্তি বাতিল করলেন অভিনেতা কার্তিক আরিয়ান।

ভারতীয় একটি গণমাধ্যমের সুত্রে জানা যায়, চাইনিজ মোবাইল ব্র্যান্ড ওপ্পোর বিজ্ঞাপনের মডেল ছিলেন কার্তিক আরিয়ান। কিন্তু লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা বেড়ে যাওয়ায় ওপ্পো মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আর কাজ না করার সিদ্ধান্ত নিলেন কার্তিক। এদিকে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)’র পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিনেতাদের চাইনিজ পণ্য প্রোমোট করা থেকে নিজেদেরকে বিরত রাখতে বলা হয়েছে। তারই ফলস্বরূপ ওপ্পো মোবাইল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আর কাজ করছেন না কার্তিক আরিয়ান।

বিজ্ঞাপন

ওপ্পো মোবাইল কার্তিক আরিয়ান চাইনিজ মোবাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর