Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষায় তারকাদম্পতি শুভশ্রী ও রাজ


৮ জুলাই ২০২০ ১০:০৪ | আপডেট: ৮ জুলাই ২০২০ ১০:০৫

বেশ আনন্দেই আছেন টলিউডের তারকাদম্পতি অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। আর মাত্র দু’মাস পরেই তাদের বাড়িতে আসছে নতুন অতিথি! মা হতে চলেছেন শুভশ্রী। তার এই মাতৃত্বের আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। পেটের উপর হাত রেখে সাদাকালো একটি ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘নিজের শরীরের ভিতরে একটু একটু করে বাড়তে থাকা প্রাণের অনুভূতিটাই যেন জীবনের সবথেকে বড় উপহার।’

বিজ্ঞাপন

সেপ্টেম্বরের সেই উজ্জ্বল দিনের অপেক্ষায় রাজ চক্রবর্তীও। সবসময়ে চোখে চোখে রাখছেন শুভশ্রীকে! নজরের আড়াল হতে দিচ্ছেন না একদমই। নিজেও শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন। লালপাড় সাদা শাড়ির শুভশ্রীকে জড়িয়ে ছিলেন তিনি। আর তাতে রাজ লিখেছিলেন, ‘শুভকে লুকিয়ে ইনস্টাতে ছবিটা পোস্ট করি। ও তো কিছুই করতে দেবে না আমায়।’

দিন দুয়েক আগেই ‘পরিণীতা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাতে পুরস্কার নেওয়া সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার সাদাকালো ছবিতে মাতৃত্বের স্বাদ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

ইনস্টাগ্রাম টলিউড রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর