চলে গেলেন সুরের দরিয়া
৬ জুলাই ২০২০ ১৯:৫৭ | আপডেট: ৬ জুলাই ২০২০ ২২:৫৪
বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের রূপকার এন্ড্রু কিশোর আর নেই। মরণব্যধি ক্যানসারের ‘লাস্ট স্টেজে’র সঙ্গে লড়াই করে আর টিকে থাকতে পারলেন না তিনি। না ফেরার দেশে পাড়ি জমালেন আট আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই কণ্ঠশিল্পী।
সেই সঙ্গে অবসান হলো বাংলা গানের এক বিরাট অধ্যায়ের। ‘হায় রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার সারাদেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়েছেন দয়াল আমারে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’— এমন অসংখ্য জনপ্রিয় গানও আর তাই কাউকে অমন দরাজ গলায় শুনতে পাওয়া যাবে না কোনো মঞ্চে।
আরও পড়ুন- ক্যানসারের ‘লাস্ট স্টেজে’ এন্ড্রু কিশোর, দোয়া চেয়েছে পরিবার
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী। এন্ড্রু কিশোরের পারিবারিক বন্ধু সুরকার ইথুন বাবু সারাবাংলাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইথুন বাবু সারাবাংলাকে বলেন, রাজশাহী কোর্ট এলাকায় এন্ড্রু কিশোরের বোনের একটি ক্লিনিক আছে। সিঙ্গাপুর থেকে ফিরে সেখানেই ভর্তি ছিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে সেখানেই মারা গেছেন তিনি। রাজশাহী চার্চের কবরস্থানে তাকে সমাধিস্থ করা হবে বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এন্ড্রু কিশোর। সবশেষ সিঙ্গাপুরের চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন ১১ জুন। এন্ড্রু কিশোরের স্ত্রী ইতি কিশোর গত রাতেই ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসারের ‘লাস্ট স্টেজে’ রয়েছেন এন্ড্রু। খুব বেশিদিন হয়তো ‘দয়ালের ডাক’ উপেক্ষা করে ধরায় থাকতে পারবেন না তিনি।
ঠিক তাই হলো। দয়ালের কাছেই ফিরে গেলেন এন্ড্রু কিশোর। ‘নয়নের আলো’ সিনেমার বহুল জনপ্রিয় সেই গান ‘আমার সারাদেহ খেয়ো গো মাটি/আমার চোখ দু’টো তুমি খেও না/ আমি মরে গেলেও তারে দেখার সাধ/ মিটবে না গো মিটবে না’ অসংখ্যবার গেয়েছেন যিনি, তার চোখ দু’টোকে কি নিস্তার দেবে মাটি? ‘জীবনের গল্প আছে বাকি অল্প’ বলতে বলতে কে জানে, কোন ‘অল্প বাকি গল্প’ না বলেই চলে গেলেন?
‘হায় রে মানুষ রঙিন ফানুস/ দম ফুরাইলে ঠুস’ গানের মতোই দম ফুরাইলো এন্ড্রু কিশোরের। এন্ড্রু কিশোর থাকবেন না, তবু হয়তো “পূর্ণিমাতে ভাইসা ‘যাবে’ নীল দরিয়া…”। ও হ্যাঁ, মহর্ষি বেদব্যাসের জন্মতিথি ছিল যে গুরু পূর্ণিমায়, সেই চরাচর ভাসিয়ে নেওয়া পূর্ণিমা তিথি তো গত হলো মাত্রই। সেই তিথি দেখার জন্যই কি শেষ অপেক্ষা করছিলেন বাংলা সিনেমার এই ‘প্লেব্যাক সম্রাট’?
আরও পড়ুন-
কেমোথেরাপি দেওয়া হচ্ছে এন্ড্রু কিশোরকে
এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
আগের মতই আছেন এন্ড্রু কিশোর, গুজবে বিরক্ত পরিবার