Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন অস্কার জয়ী সুরকার এনিও মরিকোন


৬ জুলাই ২০২০ ২০:০৪

অস্কারজয়ী ইতালীয় সুরকার ও সংগীত পরিচালক এনিও মরিকোন আর নেই। আজ ভোরে ৯১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন চার শতাধিক ছবির গুণী এই সুরকার। কিছুদিন আগে পড়ে গিয়ে পা ভেঙে ফেলায় রোমের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন মরিকোন। আর সেখানেই মৃত্যু হয় তার। মরিকোনের আইনজীবী জিওরজিও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

১৯২৮ সালের ১০ নভেম্বর ইতালির রোমে জন্ম নেওয়া এনিও মরিকোন ১৯৬৬ সালে ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ ছবির জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেন। তিনি ‘দ্য ব্যাটল অব আলজিয়ার্স’, ‘১৯০০’, ‘এক্সরসিস্ট টু’, ‘ডেজ অব হ্যাভেন’, ‘লা কেইজ অক্সফলেস’ কমেডি সিরিজ, ‘মিশন টু মার্চ’, ‘ইন দ্য লাইন অব ফায়ার’সহ অসংখ্য ছবির সংগীত আয়োজন করেছেন।

বিজ্ঞাপন

এনিও মরিকোন ২০০৭ সালে চলচ্চিত্রে সংগীত পরিচালনায় বিশেষ অবদানের জন্য অস্কার থেকে ‘আজীবন সম্মাননা’ দেয়া হয়। এছাড়াও ২০০৮ সালে গ্র্যামি ‘হল অব অনার’ এবং ২০১৬ সালে কুয়েন্টিন ট্যারান্টিনো পরিচালিত ‘দ্য হেটফুল এইট’ ছবির জন্য সেরা ‘অরিজিনাল স্কোর’র অস্কার লাভ করেন তিনি। ডেজ অব হেভেন’ (১৯৭৮), ‘দ্য মিশন’ (১৯৮৬), ‘দ্য আনটাচেবলস’ (১৯৮৭), ‘বাগসি’ (১৯৯১) এবং ‘ম্যালেনা’(২০০০) ছবিগুলোর জন্য মরিকোন পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

এনিও মরিকোন