সৃজিতের সঙ্গে পরীমনি, মোশাররফ ও চঞ্চল
৬ জুলাই ২০২০ ১৪:০০ | আপডেট: ৬ জুলাই ২০২০ ১৪:১২
কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ছবিতে এর আগে বাংলাদেশ থেকে জয়া আহসান ও বিদ্যা সিনহা মিম অভিনয় করেছিলেন। এবার তিনি পরীমনি, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। আরও আছে টলিউডের অনির্বাণ ভট্টাচার্য। ভিডিও প্ল্যাটফর্ম হইচই’র ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন তারা।
বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস নিয়ে ওয়েব সিরিজটি নির্মিত হবে। গত বছর সৃজিত বাংলাদেশে এসে লেখকের সঙ্গে দেখা করেছেন। উপন্যাসের প্রধান চরিত্র মুশকান জুবেরীতে অভিনয় করছেন পরীমনি। যদিও লেখকের সাজেশন ছিলো জয়া আহসান।
সৃজিত মুখার্জি বর্তমানে নির্মাণ করছেন ‘ফেলুদা ফেরত’ সিরিজটি।
জয়া আহসান ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে সৃজিতের পরিচালনায় অভিনয় করেন। অন্যদিকে বিদ্যা সিনহা মিম অভিনয় করেন ‘ইয়েতি অভিযান’-এ।