আসছে ‘দিল বেচারা’র ট্রেলার
৫ জুলাই ২০২০ ২২:৪৯ | আপডেট: ৫ জুলাই ২০২০ ২২:৫২
সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর তার অভিনীত একটি ছবিই মুক্তির তালিকায় রয়েছে— দিল বেচারা। আগামী ২৪ জুলাই অনলাইন প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ এটি মুক্তি পাবে। মুক্তির আগে এর সোমবার (৬ জুলাই) আসছে ‘দিল বেচারা’র ট্রেলার।
‘দিল বেচারা’ হলিউডের ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’র হিন্দি রিমেক। একই নামে একটি জনপ্রিয় উপন্যাসও রয়েছে। ছবিটিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়িকা সানজানা সঙ্গী।
নায়িকার পাশাপাশি এ ছবির মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে মুকেশ ছাবড়া। এ ছবি মুক্তির কথা ছিলো গত ৫ মে। কিন্তু করোনাভাইরাসের কারণে পুরো ভারত জুড়ে লকডাউন করা হয়। এক সঙ্গে বন্ধ করে দেওয়া হয় দেশের সকল সিনেমা হল। তাই মুক্তি আটকে যায় ‘দিল বেচারা’র।
https://www.instagram.com/p/CCQP6CrgTbg/?utm_source=ig_web_button_share_sheet
‘দিল বেচারা’ সুশান্তের ১২ তম ছবি। এর আগে ১১টি ছবি মুক্তি দেখে যেতে পারলেও এ ছবির সময় চলে গেলেন না ফেরার দেশে। হয়তো দূর আকাশের কোন তারা হয়ে দেখবেন তার শেষ ছবিতে কেমন রেসপন্স করছে দর্শক।