Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ বিলের জন্য কিডনি বিক্রির কথা ভাবছেন আরশাদ ওয়ারসি


৫ জুলাই ২০২০ ২১:২৭

বিদ্যুৎ বিল ১ লক্ষ ৩ হাজার টাকা! আর এই বিল পরিশোধ করতে নিজের কিডনি দুটো বিক্রির কথা ভাবছেন ‘মুন্নাভাই এমবিবিএস’র সার্কিট তথা বলিউডের জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ারসি। এই পাহাড় প্রমাণ বিলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে টুইটারে তিনি নিজের দুটো কিডনি বিক্রি করে দেওয়ার কথাও বলেছেন!

এদিকে বলিউড তারকাদের বিদ্যুতের বিল নিয়ে ইতিমধ্যেই সোরগোল শুরু হয়ে গেছে। প্রথমে অভিনেত্রী তাপসী পান্নু জানিয়েছেন তার এ মাসে বিদ্যুৎ বিলের পরিমান ৩৬ হাজার টাকা। এর পরপরই আরেক অভিনেত্রী হুমা কুরেইশি জানালেন তার বিদ্যুৎ বিলের পরিমান ৫০ হাজার টাকা। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছে আরশাদের বিল। আর এই পাহাড় প্রমাণ বিলের কারণ কী? তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না অভিনেতা।

বিজ্ঞাপন

বিশাল অংকের বিদ্যুৎ বিল দেখে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আদানির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি লিখেছেন, ‘সবাইকে অনুরোধ করছি আমার পেইন্টিংগুলো কিনুন, যাতে আমি আদানি সংস্থাকে এই মাসের বিলটা অন্তত দিতে পারি! পরের মাসের বিলের জন্য আমি নিজের কিডনি দুটোই তুলে রাখছি!’

বিদ্যুৎ বিলের একই সমস্যায় পরেছেন মুম্বাইয়ের সাধারণ মানুষও। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আদানির এই এলোমেলো বিলের জন্য মুম্বাইয়ের সাধারণ মানুষকেও বেশ নাজেহাল হতে হচ্ছে। লকডাউনের জেরে অনেকেই রোজগারহীন হয়েছেন, কাজ খুঁইয়েছেন কেউ বা আবার পুরো মাসমাইনেও পাচ্ছেন না। আর এমন একটি কঠিন পরিস্থিতির মধ্যে কিনা এত টাকা বিদ্যুৎ বিল মেটাতে হবে! কীভাবে? ভেবেই কূল পাচ্ছেন না মুম্বাইয়ের আমজনতা। সেই একই অবস্থা হয়েছে আরশাদেরও।

বিজ্ঞাপন

আরশাদ ওয়ারসি তাপসী পান্নু বলিউড হুমা কুরেইশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর