Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে আসবে ‘মির্জাপুর ২’


৫ জুলাই ২০২০ ১৪:৫৬

ভিডিও অন ডিমান্ড সাইট ‘অ্যামাজন প্রাইম’-এ ‘মির্জাপুর’র প্রথম সিরিজ মুক্তির পর থেকে দর্শকরা অপেক্ষায় রয়েছেন কবে থেকে এর দ্বিতীয় পর্ব আসবে। অবস্থা এমন দাঁড়িয়েছে অ্যামজন থেকে নির্মাতাকে ডেটলাইন দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করার।

বিভিন্ন সূত্র থেকে ভারতীয় গণমাধ্যম কইমই বলছে, ইতোমধ্যে ‘মির্জাপুর ২’র শুটিং শেষ হয়েছে। বর্তমানে এর পোস্ট প্রোডাকশন চলছে। কিন্তু করোনা মহামারির কারণে সব কিছু দেরি হচ্ছে। তবে অ্যামাজন আগস্টের মধ্যে মুক্তির তারিখ ঘোষণা করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

‘মির্জাপুর ২’র নির্মাতা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট বেশ দ্রুতই সব কিছু শেষ করার চেষ্টা করছে। তাদের কর্মীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে এ নিয়ে।

‘মির্জাপুর’র প্রথম সিজনে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী, দিবেন্দু শর্মা, আলী ফজল, বিক্রান্ত মেসি, শ্রিয়া পিলগাঁওকার, শ্বেতা ত্রিপাঠি এবং রসিকা দুগ্গল। দর্শকদের বেশ প্রশংসা পাওয়ার কারণে এর সিজন ২ এর উদ্যোগ নেওয়া হয়।

অ্যামজন মির্জাপুর মির্জাপুর ২

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর