Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গালওয়ানের ঘটনা নিয়ে অজয়


৪ জুলাই ২০২০ ১৪:৪৫ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৫:৪৫

গেল ১৬ জুন গালওয়ান সীমান্ত হয়ে গেলো ভারত ও চীনের রক্তক্ষয়ী সংঘাত। যেখানে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এ ধরণের ঘটনা নিয়ে বলিউডে এর আগে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। এ ঘটনা নিয়েও ছবি বানানোর ঘোষণা দিলেন অজয় দেবগন।

নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটি প্রযোজনা করবে অজয় দেবগনের এফফিল্মস অ্যান্ড সিলেক্ট হোল্ডিংস এলএলপি। এ ছবির কাস্ট অ্যান্ড ক্রুর নাম খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন অজয়।

বিজ্ঞাপন

ভারতীয়দের বীরত্ব নিয়ে অজয় দেবগন এর আগেও সিনেমা করেছেন। সে তালিকায় রয়েছে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’, ‘এলওসি: কার্গিল’, ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘তানহাজি’, ‘সিংহাম’ ও ‘রাইড’।

প্রসঙ্গত, প্রায় ছয় দশক আগে ১৯৬২ সালে ভারত ও চীনের মধ্যেকার যুদ্ধেরও সূচনা হয়েছিল গালওয়ান থেকে।  ১৯৬২ সালের অক্টোবরে গালওয়ান উপত্যকায় ৩৬ জন ভারতীয় সেনা চীনা বাহিনীর হাতে নিহত হওয়ার পরই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল।

অজয় দেবগণ গালওয়ান চীন-ভারত যুদ্ধ বলিউড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর