Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইভে দুই বাংলার বিনোদন জগত


৩ জুলাই ২০২০ ১৪:৪৮

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ভাষা এক—বাংলা। ভাষার কারণে দুই বাংলার মানুষের নাড়ীর টানটা যেন অন্যরকম। বিনোদন জগতেও তার ব্যতিক্রম নেই। দুই বাংলার কিছু জনপ্রিয় পরিচালক, গায়ক, কোরিওগ্রাফার, পাবলিসিটি ডিজাইনারদের নিয়ে তাই আয়োজিত হচ্ছে অনলাইন লাইভ শো। লেখক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মুহাম্মাদ আলতামিশ নাবিলের গবেষণা ও সঞ্চালনায় শোয়ের নাম ‘আলতামিশ নাবিল লাইভ’।

‘আলতামিশ নাবিল লাইভ’ শোটির তৃতীয় পর্বে দুই বাংলা থেকে যুক্ত হচ্ছেন চারজনের অতিথি—ইফতেখার চৌধুরী, আকাশ সেন, শিবরাম শর্মা ও সাজ্জাদুল ইসলাম সায়েম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টায়।

এবারের পর্বের শিরোনাম ‘বেঙ্গল ইউনাইটেডঃ সিনেমা অ্যান্ড মিউজিক’। অনুষ্ঠানটি নিয়ে নাবিল বলেন, ঘরবন্দী জীবনে দুই বাংলার গুণীদের একত্র করার প্রচেষ্টা থেকে লাইভটি করছি। আশা করছি সকলের ভালো লাগবে।

আকাশ সেন আলতামিশ নাবিল ইফতেখার চৌধুরী শিবরাম শর্মা সাজ্জাদুল ইসলাম সায়েম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর