Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোলা’র আড্ডায় আলী হায়দার ও আজাদ আবুল কালাম


৩ জুলাই ২০২০ ১৩:১০

বাংলাদেশের জনপ্রিয় নাটকের শো এবং নাটকের বিভিন্ন তথ্য প্রচারের ফেসবুক গ্রুপ ‘থিয়েটার কথন’। করোনায় ঘর বন্দি সময়ে ঘরে বসে ফেসবুকের মাধ্যমে অভিনয়, গান, নাচ, আবৃত্তি ও থিয়েটার বিষয়ে কাজ করছে। তাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য আনন্দে কাটানো। এরই মধ্যে ‘থিয়েটার কথন’ সম্পন্ন করেছে তাদের ৪৪টি সফল আয়োজন।

শুক্রবার (০৩ জুলাই) রাত ৯টায় ‘থিয়েটার কথন’র ফেসবুক লাইভ আড্ডার ৪৫তম পর্বে ঢাকা থিয়েটারের অভিনয় শিল্পী ও নির্দেশক সামিউন জাহান দোলা’র সঞ্চালনায় অতিথি হিসেবে থাকবেন দেশের অন্যতম নাট্যদল ‘বটতলা’র অভিনেতা ও নাট্য নির্দেশক মোহাম্মদ আলী হায়দার এবং দেশের জনপ্রিয় অভিনেতা, নাট্যদল ‘প্রাচ্যনাট’র নাট্যকার ও নাট্য নির্দেশক আজাদ আবুল কালাম।

বিজ্ঞাপন

‘থিয়েটার কথন’র এই লাইভ অনুষ্ঠানটি প্রচারিত হবে ফেসবুক পেইজ- https://web.facebook.com/থিয়েটার-কথন-174179306374675/ -লিংকে।

আজাদ আবুল কালাম থিয়েটার কথন প্রাচ্যনাট বটতলা মোহাম্মদ আলী হায়দার সামিউন জাহান দোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর