সালমানের বাগান বাড়ি থেকে ফিরেছেন জ্যাকুলিন
১ জুলাই ২০২০ ১২:৫৭ | আপডেট: ১ জুলাই ২০২০ ১৩:৩০
লকডাউনের জেরে সালমান খানের বাগান বাড়িতে গিয়ে আটকা পড়েন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানে তিনি একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। অবশেষে তিনি সেখান থেকে মুম্বাই ফিরেছেন।
জি নিউজের খবরে জানা যায়, লকডাউনে জ্যাকুলিনের এক বন্ধু মুম্বাইয়ে আটকা পড়েন। তাকে সাহায্য করতেই সালমানের বাগান বাড়ি প্যানভেল থেকে বের হয়েছেন তিনি।
মূলত সালমান খানের বোণ অর্পিতা খান শর্মার ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিলো লকডাউনের ঠিক আগ মুহুর্তে। তখন সালমানের সাথে সেখানে যান জ্যাকুলিন।
তবে লকডাউনের সময় বেশ ভালোই উপভোগ করেছেন জ্যাকুলিন। সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘তেরে বিনা’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন। যেটি সালমানের ইউটিউব চ্যানেলে প্রকাশিতও হয়েছে। সালমান খান গানটির ভিডিওর পরিচালক ও গায়ক ছিলেন। সাব্বির আহমেদের কথায় গানটির সুর করেছেন অজয় ভাটিয়া।