‘থিয়েটার কথন’র লাইভে আজ আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়
২৯ জুন ২০২০ ০৯:৪৮ | আপডেট: ২৯ জুন ২০২০ ০৯:৫৩
বাংলাদেশের জনপ্রিয় নাটকের শো এবং নাটকের বিভিন্ন তথ্য প্রচারের ফেসবুক গ্রুপ ‘থিয়েটার কথন’। করোনায় ঘর বন্দি সময়ে ঘরে বসে ফেসবুকের মাধ্যমে অভিনয়, গান, নাচ, আবৃত্তি ও থিয়েটার বিষয়ে কাজ করছে। তাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য আনন্দে কাটানো। এরই মধ্যে ‘থিয়েটার কথন’ সম্পন্ন করেছে তাদের ৪২টি সফল আয়োজন।
সোমবার (২৯ জুন) রাত ৯টায় ‘থিয়েটার কথন’র ফেসবুক লাইভ আড্ডার ৪৩তম পর্বে নাট্যকার ও কথা সাহিত্যিক রুমা মোদক’র সঞ্চালনায় অতিথি হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও নাট্যনির্দেশক ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
‘থিয়েটার কথন’র এই লাইভ অনুষ্ঠানটি প্রচারিত হবে ফেসবুক পেইজ- https://web.facebook.com/থিয়েটার-কথন-174179306374675/ -লিংকে।