Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যাশন কবে যে পারপাস হয়ে গেল বুঝতেই পারিনি: শাহরুখ খান


২৮ জুন ২০২০ ১৭:১৯ | আপডেট: ২৮ জুন ২০২০ ১৭:৪১

সিনেমা জগতে পদার্পণের ২৮ বছর পূর্ণ হয়েছে কিং খান খ্যাত বলিউড সুপারস্টার শাহরুখ খানের। এ উপলক্ষে ইনস্টাগ্রাম ও ফেসবুকে স্ত্রী গৌরীর তোলা একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে লিখেছেন উষ্ণ বার্তা।

শাহরুখ খান লিখেন, কখন যে আমার প্যাশন পারপাস হয়ে যায় আর শেষ পর্যন্ত তা পেশা হয়ে ওঠে বুঝতেই পারিনি। এত বছর ধরে আপনাদের আনন্দ দেওয়ার সুযোগ দানের জন্য ধন্যবাদ। আশা করি আরও বহু বছর আপনাদের সেবা করতে পারব। টুয়েন্টি এইট ইয়ার্স অ্যান্ড কাউন্টিং।

বিজ্ঞাপন

ছবিটি তোলার জন্য স্ত্রী গৌরি খানকে ধন্যবাদ জানিয়ে বাজীগর সিনেমার অভিনেতা লেখেন, ‘ধন্যবাদ গৌরি খান, মুহূর্তটি বন্দী করার জন্য।

শাহরুখ খানের জন্ম ১৯৬৫ সালের ২ নভেম্বর। ১৯৯২ সালের ২৬ জুন মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে এসআরকে নামে পরিচিত শাহরুখের প্রবেশ ঘটে। শুরুতেই বাজিমাত করেন শাহরুখ। দিওয়ানা সিনেমায় অভিনয় করেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার। পরে ডর, বাজীগর, দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, মোহাব্বতে, কভি খুশি কভি গম, দেবদাস, স্বদেশ এর মত সিনেমা দিয়ে বলিউড মাত করেন তিনি।

একের পর এক ব্লকবাস্টার হিট শাহরুখ খানকে শুধু বলিউড নয় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতায় পরিণত করে। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি মুম্বাইভিত্তিক বলিউড মূলত ৯০ দশকে তার হাত ধরেই নতুন যোগে প্রবেশ করে বলে মনে করেন অনেকেই।

বলিউড শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর