Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা হলেই আসবে ‘কুলি নাম্বার ওয়ান’


২৮ জুন ২০২০ ১৬:৫৪

বরুণ দেওয়ান অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ এতো দিন ধরে শোনা যাচ্ছিলো সরাসরি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে ছবির প্রযোজক আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি আগে সিনেমা হলে ছবিটি মুক্তি দিবেন, এরপর অন্য চিন্তা।

মাসখানেক ধরে বলা হচ্ছে, অধিকাংশ বড় বাজেটের ছবি ‘ডিজনি প্লাস হটস্টার’-এ মুক্তি পাবে। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে ছবিগুলো মুক্তি দেওয়া শুরু হবে। এ দিন বিকাল সাড়ে ৪টায় তারা একটি অনলাইন ইভেন্টের আয়োজন করেছে। অনুষ্ঠানের জন্য প্রকাশিত পোস্টার অনুযায়ী এতে অংশ নেওয়ার কথা আলিয়া ভাট, অক্ষয় কুমার, অজয় দেবগণ, অভিষেক বচ্চন ও বরুণ দেওয়ানের।

বিজ্ঞাপন

পোস্টারে ররুণের ছবি দেখে তার ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন। এরকম একটি মাশালা কমিক ছবি সিনেমা হলে বসে দেখতে পারবেন না তারা, এটা মেনে নিতে পারছিলেন না। বরুণের আগের ছবিগুলোর ফ্লপের ধারা থেকে বের হয়ে আসতে ‘কুলি নাম্বার ওয়ান’ ছবিটি সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছিলো। সব মিলিয়ে ভক্তদের মন খারাপ হচ্ছিলো।

তবে তাদের জন্য সুখবর জানাচ্ছে বলিউড হাঙ্গামা। বরুণ ব্যাতীত পোস্টারে থাকা অন্যদের ছবি ‘ডিজনি প্লাস হটস্টার’-এ মুক্তি পাচ্ছে। তাহলে তিনি কী হিসেবে থাকছেন অনুষ্ঠানটিতে?

বরুণ মূলত অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে থাকবেন। তাছাড়া বলিউড হাঙ্গামার সূত্রটি বলছে, ‘কুলি নাম্বার ওয়ান’র পরিচালক ডেভিড দেওয়ান হলে মুক্তি দেওয়াতে বিশ্বাসী। তিনি কোনভাবেই স্ট্রিমিং সাইটে ছবি দিতে চান না। আর আমাদের মনেও হয় না শেষ মুহুর্তে এসে প্রযোজক অনলাইনে ছবিটি মুক্তি দিবেন। এটি কোনভাবেই সম্ভব না।’

বিজ্ঞাপন

অনলাইন মুক্তি কুলি নাম্বার ওয়ান ডিজনি প্লাস হটস্টার বরুণ দেওয়ান সিনেমা হল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর