Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানা-তবীব জুটির ‘আই কান্ট ব্রেথ’


২৭ জুন ২০২০ ১২:৪৭

গলিবয় রানা মৃধা ও তবীব মাহমুদ জুটি ‘আই কান্ট ব্রেথ’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন। ‘গাল্লিবয়’ ও ‘হিপহপ পুলিশ’ সিরিজের পর তিন মাস বিরতি দিয়ে এ জুটির গান এলো।

তবীব গানটি নিয়ে বলেন, ‘এ সময়ে আমাদের জীবন অনেক সস্তা। প্রেম বিলুপ্তপ্রায় বস্তু। বিশ্বাস জাদুঘরের অহংকার। দম ছোট হয়ে আসে বেঁচে থাকার অতিরিক্ত লোভে। এগুলো দিয়েই গানটি সাজানো।’

গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ চলছে। আগামী ২৯ জুন তবীব মাহমুদ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে র‍্যাপ গান গাইতো রানা। গত বছরের মে মাসে তার গাওয়া ‘ঢাকাইয়া গলিবয়’ ফেসবুকে ভাইরাল হয়। ঢাবির শিক্ষার্থী জান্নাতুন নুজহাত ঐশী ফেসবুকে গানটি ছাড়েন। তবে রানার এ পরিচিতির পিছনে সবচেয়ে বেশি অবদান তবীব মাহমুদের। ঢাবি ক্যাম্পাসে রানার গান শুনে ‘ঢাকাইয়া গলিবয়’ গানটি লিখেন তবীব।

আই কান্ট ব্রেথ গলিবয় গাল্লিবয় ঢাকাইয়া গলিবয় তবীব মাহমুদ রানা মৃধা হিপহপ পুলিশ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর