Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট ইউনিট নিয়ে চয়নিকার চারশতম নাটক


২৫ জুন ২০২০ ১৬:৪৭

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী চারশ নাটক নির্মাণের মাইলফলক অর্জন করেছেন। ‘স্বপ্ন নয়’ নামের নাটকটি তিনি নির্মাণ করেছেন এনটিভির বর্ষপূর্তির জন্য। আগামী ৩ জুলাই এটি প্রচারিত হবে।

‘স্বপ্ন নয়’ নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরী নিজে। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারি মম, ইরফান সাজ্জাদ। এছাড়া অভিনয় করেছেন আবুল হায়াত, মাসুম বাশার ও মিলি বাশার।

নাটকটির প্রত্যেকটি শিল্পী তাদের নিজেদের বাসায় বসে এর শুটিং করেছেন। এর জন্য চয়নিকা চৌধুরী মাত্র ৩ জন ইউনিট নিয়ে শিল্পীদের বাসায় গিয়ে গিয়ে শুট করেছেন।

তিনি বলেন, ‘নাটকটির প্রস্তাব গ্রহণের পর আমার যে বিষয়টি সবার আগে মাথায় এলো সেটা লোকেশন। করোনার এই পরিস্থিতিতে কোনো শুটিং হাউসে গিয়ে কাজ করা সম্ভব না। তাই আমাদের নাটকের গল্পও ওইভাবে ভাবতে হল। যেন কোনো আর্টিস্টকে বাসা থেকে বের না হতে হয়।’

শিল্পীরা নিজেদের বাসায় শুটিংয়ের অনুমতি দেওয়ায় আবুল হায়াত, শিরী হায়াত, শিহাব শাহীন ও মিলি বাশারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চয়নিকা। তবে গল্পের প্রয়োজনে শুধু আনিসুর রহমান মিলনের শুটিং হয়েছে একটি ফোরস্টার হোটেলে।

চয়নিকা চৌধুরী ২০০১ সালে ‘শেষ বেলায়’ নামে নাটক দিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর ১৯৯৮ সালে তার লেখা প্রথম নাটক ‘বোধ’ প্রচারিত হয় বিটিভিতে।

‘বিশ্বসুন্দরী’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ২৭ মার্চ মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় করোনাভাইরাসের কারণে দেশের সকল সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায়।

এনটিভি চয়নিকা চৌধুরী চারশতম নাটক স্বপ্ন নয়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর