Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীত মাফিয়াদের বিরুদ্ধে সোনুর সমর্থনে এবার আদনান সামি


২৫ জুন ২০২০ ১৩:১১

বলিউডের সংগীত জগতও নিয়ন্ত্রণ করছে মাফিয়ারা। এমনটাই দাবী করলেন এক সময়কার তুমুল জনপ্রিয় গায়ক আদনান সামি। আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে গায়ক আদনান সামি বলেন, ‘মাফিয়ারা নিজেদেরকে ঈশ্বরের সমতুল্য ভাবছে। কিন্তু তারা জানে না শিল্পকে কখনোই নিয়ন্ত্রণ করা যায়নি। আসলে শিল্প সম্বন্ধে তারা অজ্ঞ বলেই এই কাজটা করতে চায়।’

স্বজনপ্রীতি নিয়ে বলিউডে চলছে বিতর্কের ঝড়। আর সে ঝড় এখন ছড়িয়ে পড়েছে বলিউডের সংগীত জগতেও। সম্প্রতি গায়ক সোনু নিগম দাবি করেছেন এই সংগীত জগতে দুজন মাফিয়া রয়েছে। যারা এই সঙ্গীত জগতকে চালনা করে। সোনুর মন্তব্যের সমর্থনে এবার কথা বললেন গায়ক আদনান সামি। বললেন, ‘ভারতের চলচ্চিত্র এবং সংগীত জগতে একটা বড় ধাক্কার প্রয়োজন আছে। বিশেষ করে সঙ্গীত জগতে, যেখানে প্রবীণ শিল্পী গীতিকারদের খারাপ ভাবে ব্যবহার করা হয়। এই রাঘব বোয়ালদের কথামতো না চললে তাদের বাদ পড়তে হয়।’

বিজ্ঞাপন

রিমিক্স গান বন্ধ করার অনুরোধ জানিয়ে আদনান আরো বললেন, ‘আজকাল পুরনো গানগুলোকেই রিমিক্স করে ছবিতে ব্যবহার করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু নতুন কিছু সৃষ্টি না করে পুরোনো গানকে রিমিক্স করা হচ্ছে কেন?’

এর আগে সোনু নিগমের মন্তব্যের সমর্থনে কথা বলেছেন গায়িকা মোনালি ঠাকুর। এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে মোনালি বলেছেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রিতে বহু মাফিয়াগিরি হয়। প্রতিবাদ করলেও ওদের কিছু যায় আসে না। পিঁপড়ের মতন আপনাকে পিষে ফেলতে পারে। অনেকেই কাজ করে কিন্তু টাকা পায় না। মাঝারি মানের শিল্পীদের এরা প্রচার করে। আমি খুব সহজভাবেই বলছি এবং জানি আমি কিছুই করতে পারবো না এদের বাঁচানোর জন্য। সেই জন্যই আমার মিউজিক ইন্ডাস্ট্রির এই পরিবেশটা ভালো লাগে না। আমি আর চেষ্টাও করি না সিনেমায় গান গাওয়ার সুযোগ পাওয়ার। আমি এসব থেকে নিজেকে আলাদা করে নিয়েছি কারণ আমি আমার মানসিক শান্তি চাই।’

বিজ্ঞাপন

আদনান সামি বলিউড সংগীত জগত মোনালি ঠাকুর সোনু নিগম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর