Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ আপন আহসান’র আড্ডায় এবার আফজাল হোসেন


২৪ জুন ২০২০ ২০:৫৪

সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান। সপ্তাহের বৃহস্পতি ও শনিবার রাত ৯টায় এই আয়োজন প্রচারিত হয় ফেসবুক পেইজ https://web.facebook.com/SyedAponAhsanOfficial/ -লিঙ্কে।

বৃহস্পতিবার (২৪ জুন) ‘স্টার টক্’র এই আড্ডায় এবার অতিথি হিসেবে থাকবেন দেশের গুণী ব্যাক্তিত্ব আফজাল হোসেন- যিনি একাধারে অভিনেতা, পরিচালক, নির্মাতা, লেখক, উপস্থাপক ও চিত্রশিল্পী।

বিজ্ঞাপন

এই আয়োজন সম্পর্কে সৈয়দ আপন আহসান জানালেন, ‘আয়োজনের নাম ‘স্টার টক্’ হলেও এতে স্টাররা কি খেয়েছে, কি পরেছে বা কি পছন্দ করে- এসব বিষয়কে প্রাধান্য দেয়া হবে না। বরঞ্চ আমরা যে বিষয়টিকে মুখ্য হিসেবে তুলে ধরবো, সেটা হচ্ছে- বর্তমান পরিস্থিতিতে তার ভূমিকা। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপর জোর দেবো। আমরা এই আয়োজনে শোবিজ তারকার পাশাপাশি ক্রিকেটার, ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী, কর্পোরেট- এ রকম বিভিন্ন ক্ষেত্রে যাদের কাজে এ সমাজ ঋদ্ধ হচ্ছে; তাদেরকে আমন্ত্রন জানাবো। শোনানো হবে তাদের কাজের কথা, ভাবনার কথা, ব্যক্তিগত সংগ্রাম আর সাফল্যের কথা। উদ্দেশ্য একটাই, তাদের দেখানো পথে হেঁটে, আমরাও দাঁড়াতে চাই মানুষের পাশে; জীবনের পাশে। আমাদের সকলের হাত ধরে আসুক দেশের কল্যাণ, হোক জগতের মঙ্গল’।

এক্সপ্রেশান্স’র সহযোগিতায় এই আয়োজন প্রচারিত হবে বৃহস্পতিবার (২৪ জুন) রাত ৯টায় ফেসবুক পেইজ https://web.facebook.com/SyedAponAhsanOfficial/ -লিঙ্কে।

অনলাইন আড্ডা আফজাল হোসেন সৈয়দ আপন আহসান স্টার টক্

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর