Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হতেই ফার্গি নেই ‘ব্ল্যাক আইড পিস’ ব্যান্ডে


২৪ জুন ২০২০ ২১:০৩

প্রায় এক দশক পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছে জনপ্রিয় আমেরিকান ব্যান্ড ‘ব্ল্যাক আইড পিস’। তবে ব্যান্ডের গুরুত্বপূর্ণ একজন সদস্য এর সঙ্গে নেই। তিনি ব্যান্ডটির জনপ্রিয় ভোকালিস্ট ফার্গি। ভক্তদের প্রিয় ফার্গি কেন নেই তা জানালো ব্ল্যাক আইড পিস।

ব্যান্ডের নেতা উইলিয়াম জেমস অ্যাডামস জুনিয়র বিলবোর্ড ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, ‘ফার্গি মা হওয়ার বিষয়ে মনযোগী। এটি একটি কঠিন কাজ। সে এখন এটাই চাইছে’।

বিজ্ঞাপন

তবে ব্যান্ডের সঙ্গে ফার্গির যোগাযোগের কোন ঘাটতি নেই বলেও জানিয়েছেন অ্যাডামস। তিনি বলেন, ‘যখন কেউ বিচ্ছিন্ন থাকে তখনও কীভাবে যোগাযোগ রক্ষা করা যায়, এটি ফার্গি জানে। এটি এমন একটি বিষয় যা ফার্গি নিজে ঠিক করেছে। তাই আমরা তার ইচ্ছাকে সম্মান জানাই’।

উল্লেখ্য, ফার্গি ৬ বছর বয়েসি এক ছেলে সন্তানের মা। অভিনেতা জশ ডুহামেলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে আগেই। ছেলে সন্তানকে নিয়েই এখন ব্যস্ত তিনি।

ব্ল্যাক আইড পিস ব্যান্ডে ২০০২ সালে যোগ দিয়ে জনপ্রিয়তা পান ফার্গি। ‘হোয়ার ইজ দ্য লাভ’, ‘লেটস গেট ইট স্টার্টেড’, আই গট অ্যা ফিলিং’ এর মত জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

ব্ল্যাক আইড পিস এর নতুন অ্যালবাম ট্র্যান্সলেশন গত ১৮ জুন প্রকাশ হয়। ব্যান্ডটির নতুন নারী ভোকালিস্ট জে. রে সোল।

ব্ল্যাক আইড পিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর