Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেলেন ‘ব্যাটম্যান’ নির্মাতা


২৪ জুন ২০২০ ১৯:৩৯

‘ব্যাটম্যান’খ্যাত হলিউডের নির্মাতা জোয়েল শুমাখার মারা গিয়েছেন। এক বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করে সোমবার (২২ জুন) সকালে নিউইয়র্কে মারা যান এ নির্মাতা। খবর ভ্যারাইটি।

জোয়েল শুমাখার ফ্যাশন ডিজাইনার থেকে নির্মাতা হয়েছিলেন। তার বিখ্যাত ছবির মধ্যে রয়েছে ‘স্যান্ট অ্যালমোস ফায়ার’, ‘দ্য লস্ট বয়েস’ ও ‘ফলিং ডাউন’। এছাড়া তিনি বিশ্বজুড়ে বেশি পরিচিত ‘ব্যাটম্যান’ সিরিজের ‘ব্যাটম্যান ফরএভার’ ও ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিগুলো পরিচালনার জন্য। ‘ব্যাটম্যান ফরএভার’ সারা দুনিয়া জুড়ে ৩০০ মিলিয়ন ডলার আয় করেছিলো।

বিজ্ঞাপন

ম্যাথু ম্যাকনে, কলিন ফারেল, ডেমি মুর, জেরার্ড বাটলারের মত হলিউডের তারকা অভিনেতা তার হাত ধরে উঠে এসেছেন।

১৯৩৯ সালের ২৯ আগস্ট নিউইয়র্কে জন্ম জোয়েলের। নিউইয়র্ক ফ্যাশন ইনস্টিটিউট অব টেলনোলজি থেকে তিনি পড়াশোনা করেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও স্বপ্ন ছিলো সিনেমা নির্মাণের। সে স্বপ্নে পাড়ি দেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে কস্টিউম ডিজানার হিসেবে কাজ করেন প্রথমে। এরপর যোগ দেন টেলিভিশনে।

১৯৭৬ সালে নির্মাণ করেন ‘স্পার্কলস’ ও ‘কার ওয়াশ’। ছবি দুটি মুক্তির জোয়েল হলিউডে একের পর এক ছবি উপহার দিতে থাকেন।

জোয়েল শুমাখার ব্যাটম্যান

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর