Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সনুর বক্তব্যে সমর্থন মোনালির


২৪ জুন ২০২০ ১৯:০৮

সিনেমার পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতেও নেপোটিজম রয়েছে, রয়েছে মাফিয়াগিরি। সনু নিগমের এমন বক্তব্যে তোলপাড় পুরো ভারত জুড়ে। সনু নিগমের সে বক্তব্যে সমর্থন জানিয়েছেন আরেক জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর।

এক সাক্ষাৎকারে মোনালি বলেন, ‘আমি তাকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমার সিনিয়র এবং বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। অনেক বড় মিউজিশিয়ান সনু জি। এটা ঠিক যে মিউজিক ইন্ডাস্ট্রিতে এ ধরনের বহু মাফিয়াগিরি হয়। অনেকেই তার ন্যায্য পাওনা পায় না। ইন্ডাস্ট্রির এ জিনিসটা আমার ভালো লাগে না। সে জন্য আমি এখন আর চেষ্টা করি না সিনেমার গানে সুযোগ পাওয়ার। নিজেকে সবকিছু থেকে আলাদা করে নিয়েছি, কারণ আমি মানসিক শান্তি চাই।’

বিজ্ঞাপন

মোনালি আরও বলেন, ‘আপনাকে পিঁপড়ের মতো পিষে মেরে ফেলতে পারে ওরা। কিছু মনেও করবে না। মধ্যম মানের শিল্পীদের প্রচার করে এরা। যতটা সহজভাবে বলছি ততটা সহজও নয় ব্যাপারগুলো। আমি চাইলেও কাউকে বাঁচাতে পারবো না।’

নেপোটিজম মোনালি ঠাকুর সনু নিগম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর