শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ডান্স কোরিওগ্রাফার সরোজ খান
২৪ জুন ২০২০ ১১:৪৮ | আপডেট: ২৪ জুন ২০২০ ১৩:৪২
হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার সরোজ খান। শ্বাসকষ্টের সমস্যা থাকায় করোনা সন্দেহেই তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ।
ভারতীয় একটি গণমাধ্যম সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন সরোজ খান। করোনার অন্যতম উপসর্গ- শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে দ্রুত ভরতি করা হয় হাসপাতালে। তবে সদ্য সেই রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত আশ্বস্ত হয়েছেন সরোজ খানের পরিবার ও পরিজন।
গণমাধ্যমে সরোজ খানের এক আত্মীয় জানিয়েছেন, ‘দিনকয়েক আগেই শ্বাসকষ্টের সমস্যা থাকায় অতি সত্ত্বর তাকে পূর্ব বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভরতি করা হয়। শ্বাসকষ্ট ছাড়া করোনার আর কোনও উপসর্গের উপস্থতি নেই তার শরীরে। করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত সুস্থই রয়েছেন সরোজ খান। আশা করা হচ্ছে, দিন কয়েকের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হবে তাকে।’
বলিউডের কোরিওগ্রাফার হিসেবে সবচেয়ে খ্যাতনামা সরোজ খান। মাধুরী দিক্ষিতের ‘নাচের গুরু’ হিসেবেও নাম রয়েছে তার। কাজ করেছেন হালের কঙ্গনা রানওয়াতের ‘মণিকর্নিকা’ বা করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিতেও।