Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হচ্ছে ‘কফি উইথ করন’!


২৩ জুন ২০২০ ১৮:৫৫

স্টার ওয়ার্ল্ডে প্রচারিত ‘কফি উইথ করন’ জনপ্রিয় টকশো। ইতোমধ্যে ছয়টি সিজন শেষ করেছে শোটি। সপ্তম সিজনের প্রমোও প্রকাশিত হয়েছে। কিন্তু এর মধ্যেই জানা গেলো শোটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্টার ওয়ার্ল্ড। ভবিষ্যতেও আর প্রচার হওয়ার সম্ভাবনা নেই।

বন্ধের পিছনের কারণ হিসেবে ‘পিঙ্কভিলা’ বলছে, সুশান্তের মৃত্যুর পর ‘কফি উইথ করন’ শোটির কয়েকটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে সম্প্রতি মৃত্যুবরণ করা বলিউড অভিনেতা সুশান্ত সিং সম্পর্কে অন্য তারকাদের নেতিবাচক করেছেন বলে অভিযোগ।

বিজ্ঞাপন

‘স্টার ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের ধারণা, যেভাবে মানুষ সুশান্ত মৃত্যুর পিছনে করন জোহরকে দায়ী করছে তাতে করে শোটি আবার চালালে সমালোচনার সম্মুখীন হতে হবে। তারা রিশুট করতে কোনভাবেই আগ্রহী না। ধারণা করা হচ্ছে এতে চলমান বিতর্কের আগুনে ঘি ঢালা হবে।

সবমিলিয়ে চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে শোটি বেশ সংকটে পড়েছে। তবে এমনও বলা হচ্ছে করন জোহর হয়তো তার সিগনেচার শোটি শেষ মুহুর্তে অন্য কোন চ্যানেল থেকে নিয়ে আসবেন।

কফি উইথ করন বন্‌ধ স্টার ওয়ার্ল্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর