অস্কার ট্রফি চুরির চেষ্টা
৬ মার্চ ২০১৮ ১২:৪৩ | আপডেট: ৬ মার্চ ২০১৮ ১৭:০২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
অস্কার আয়োজন শেষ হতে না হতেই ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ডের চোখ কপালে। খুঁজে পাচ্ছিলেন না তার অস্কার ট্রফি। সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জেতার আনন্দটা যখন সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছিলেন তিনি, তখন ট্রফিটি সরিয়ে ফেলে টেরি ব্রায়ান্ট।
লস এঞ্জেলসের পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ডের অস্কার ট্রফি চুরি চেষ্টা করা টেরি ব্রায়ান্টকে আটক করা হয়। সে বিশ হাজার ডলার দণ্ড দিয়ে জামিন নিয়েছে। ভবিষ্যতে তাকে কোর্টে হাজিরা দিতে হবে।
গভর্নর্স বলে অনুষ্ঠিত হওয়া অস্কারের আনুষ্ঠানিক রাতের ভোজের পাসধারি ছিলেন টেরি ব্রায়ান্ট।
অস্কার ট্রফি উদ্ধার করে তা আবার ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ডের কাছে পৌছে দেয়া হয়েছে।
‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ সিনেমায় অভিনয়ের জন্য কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী বিভাগে সেরা হয়েছেন ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ড। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো অস্কার পেয়েছেন মার্কিন এই অভিনেত্রী।
সারাবাংলা/পিএ