Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশান্তের আত্মহত্যাঃ বান্ধবী রিয়া’র বিরুদ্ধে মামলা


২১ জুন ২০২০ ১৬:০৮ | আপডেট: ২১ জুন ২০২০ ১৬:২৯

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ফুঁসছে তার ভক্তরা। তাদের অনেকেরই অভিযোগ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মেনে নিতে পারছেন না সুশান্তর এভাবে চলে যাওয়াটা। তাই ক্ষোভে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে বলিউডের অভিনেতা সালমান খান, পরিচালক সঞ্জয় লীলা বনশালী, পরিচালক করন জোহর ও প্রযোজক একতা কাপুর সহ আটজনের বিরুদ্ধে। এবার মামলা করা হল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা হল এই মামলা।

বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুত’র আত্মহত্যার ঘটনায় মুম্বাই পুলিশের তদন্তে বান্ধবী রিয়া চক্রবর্তীকে বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থানায়। সুশান্তের সঙ্গে তার সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে প্রতিদিনই জলঘোলা হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে। এবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল কুন্দন কুমার নামে সুশান্তের এক ভক্ত।

ভারতীয় একটি গণমাধ্যম সুত্রে জানা যায়, বিহারের মুজাফফরপুর আদালতে রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহরের পাতাহি এলাকার বাসিন্দা কুন্দন কুমার। আদালতের প্রধান বিচারপতি মুকেশ কুমারের কাছে ইতিমধ্যে পিটিশন দাখিল করেছেন ওই ব্যক্তি। আগামী ২৪ জুন (বুধবার) সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। কুন্দন সুশান্তের একজন অনুরাগী। অভিনেতার আত্মহত্যার খবর মেনে নিতে পারেননি তিনি। তার মতে, একটা প্রাণোচ্ছ্বল ছেলে হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে পারে না!

সুশান্ত সিং রাজপুত’র আত্মহত্যা নিয়ে বিহারের মুজাফফরপুর আদালতে করা এটি দ্বিতীয় মামলা। এর আগে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এখানেই সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানশালী ও একতা কাপুরসহ আট জনের নামে সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী মামলা দায়ের করেছেন।

 

এদিকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কুন্দন কুমারের উকিল কমলেশ জানিয়েছেন, ‘সুশান্তকে আর্থিকভাবে এবং মানসিকভাবে বিধ্বস্ত করার চক্রান্ত করেছেন রিয়া। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ৩০৬ এবং ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে’।

বিজ্ঞাপন

ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সুশান্তের ঘনিষ্ঠ সূত্র দিয়ে দাবী করা হয়, এই নভেম্বরেই রিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ের কথা ছিল সুশান্তের। তারা নতুন বাড়িও খুজছিলেন। এদিকে ভারতে লকডাউন চলাকালিন সময়ে তারা লিভ-ইন করছিলেন। কিন্তু সুশান্তের আত্মহত্যার কয়েক দিন আগেই রিয়া মুম্বাইয়ের চার্টার রোডের সেই ফ্ল্যাট ছেড়ে চলে যান। আর সেই সব তথ্যের ভিত্তিতেই সম্পর্ক, সুশান্তের অবসাদ, ওষুধ, বিয়েসহ তাদের সবকিছু নিয়েই বৃহস্পতিবার বান্দ্রা থানায় কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয় রিয়া চক্রবর্তীকে।

কুন্দন কুমার রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত সুশান্তের আত্মহত্যা