Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে সৌরভ, নিঃশব্দেই দিলেন আর্থিক সাহায্য


২০ জুন ২০২০ ২২:৩২

করোনার ভয়াল গ্রাসে একে একে বন্ধ হয়ে গেছে শিল্প-সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের প্রতিটি ক্ষেত্র। চলমান বৈশ্বিক সংকটের এই অবরুদ্ধ দিনে ভালো নেই শিল্পী ও শিল্পের সাথে সংশ্লিষ্ট অনেকেই। শিল্পেই যাদের জীবন চলে তারা আজ কর্ম হারিয়ে দিশেহারা। এমনই এক কঠিন সময়ে ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায় মানুষগুলোর কথা ভেবেই আর্টিস্ট ফোরামে একটা বড় অঙ্কের অর্থসাহায্য করেছেন তিনি। তবে তিনি যে এই সাহায্য করেছেন তা কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেননি!

বিজ্ঞাপন

ভারতীয় একটি বাংলা গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মার্চ মাসের মাঝামাঝি সময়ে টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের তহবিলে সবমিলিয়ে ১০ লক্ষ টাকা অর্থসাহায্য করেছেন সৌরভ গাঙ্গুলী। ভারতে যখন থেকে লকডাউন জারি হয়েছে, তখন থেকেই বেজায় সমস্যার মধ্যে পড়েছিলেন বাংলা টলিউড ইন্ডাস্ট্রির বহু কলাকুশলীরা। বিশেষ করে বেশি বিপদে পরেছেন জুনিয়র টেকনিশিয়ানরা। তাই সেসমস্ত স্পটবয়, সহকারী-কলাকুশলীদের সমস্যার কথা চিন্তা করেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। সেই তহবিলে জুনিয়র টেকনিশিয়ানদের জন্য আর্থিক সাহায্য করেছেন সৌরভ। আর তা একেবারে প্রচারের আড়ালে থেকে।

বিজ্ঞাপন

সৌরভ গাঙ্গুলীর এই আর্থিক সাহায্যে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়। এমন মানবিক উদ্যোগে আপ্লুত হয়ে সৌরভকে ফোন করে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় ‘মহারাজ’কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘উনি সবসময়েই আমাদের পাশে রয়েছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ওকে ফোন করেছিলাম’। টলিউডের আরেক অভিনেতা আবীর চট্টোপাধ্যায় লিখেছেন, ‘লকডাউনের দিনগুলিতে ইন্ডাস্ট্রির মানুষগুলো যখন সমস্যায় পড়েছিলেন, তখন কোনওরকম প্রচার ছাড়াই একেবারে নিঃশব্দে উনি সাহায্য করেছেন’।

আবীর চট্টোপাধ্যায় টলিউড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রি লকডাউন সৌরভ গাঙ্গুলী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর