Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেমন্তের জন্মশতবর্ষে গাইবেন বুলবুল ও মৌটুসী


১৮ জুন ২০২০ ০৯:৩৫ | আপডেট: ১৮ জুন ২০২০ ১০:১৮

উপমহাদেশের কালজয়ী কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের ১০০তম জন্মবার্ষিকী ছিলো মঙ্গলবার (১৬ জুন)। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আরটিভির সাপ্তাহিক আয়োজন ‘মিউজিক স্টেশন’ আয়োজন করেছে বিশেষ পর্বের।

‘মিউজিক স্টেশন’র পর্বটি সরাসরি প্রচারিত হবে বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দিঠি আনোয়ার। এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল এবং মৌটুসী পার্থ।  অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শিবলী জিয়া।

বিজ্ঞাপন

হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম ১৯২০ সালের ১৬ জুন। ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর  কোটি ভক্তকে কাঁদিয়ে সঙ্গীতের এই বরপুত্র না ফেরার দেশে পাড়ি জমান।

কিংবদন্তি এ শিল্পী হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রিতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। একেধারে বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি।

জন্মশতবর্ষ বাদশা বুলবুল মিউজিক স্টেশন মৌটুসী পার্থ হেমন্ত মুখোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর