Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাটরিনার কসরত


১৭ জুন ২০২০ ১৫:৫৯ | আপডেট: ১৭ জুন ২০২০ ১৬:৩০

ক্যাটরিনা কাইফ

পরিচালক আলী আব্বাস জাফর অতি সম্প্রতি নিশ্চিত করেছেন তিনি ক্যাটরিনা কাইফকে নিয়ে একটি সুপারহিরো ছবি নির্মাণ করতে যাচ্ছেন। বেশ বড় বাজেটের ছবিটির জন্য ক্যাটরিনা অনেকদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন। আর তা বেশ সর্তকতার সঙ্গেই।

লকডাউন চলাকালীন সময়ে ক্যাটরিনা নিজেকে ফিট রেখেছেন এবং একই সাথে ইনজুরি মুক্ত রেখেছেন। শুটিং শুরুর আগে তাকে বেশ কঠিন প্রশিক্ষণ ও নিতে হবে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আলী আব্বাস জানান, ২০১৭ সালের ব্লকবাস্টার ‘টাইগার জিন্দা হ্যায়’র পর তিনি এ ছবিটির কাহিনি লেখা শুরু করেন। তিনি ভালো করেই জানেন, ওই ছবিতে ক্যাটরিনা অনেক উন্নতি দেখাতে পেরেছে। একই সাথে তার শরীরের গড়ন অ্যাকশন দৃশ্যের জন্য অনেক উপযুক্ত।

নির্মাতা খুব শিগগিরই ছবির লোকেশন খোঁজা শুরু করবেন। আলী বলেন, ‘এটা এমন একটা ছবি যাতে লোকেশন অনেক বড় ভূমিকা রাখবে।’

করোনাভাইরাসের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করে ছবিটির শুটিংয়ের সময় নির্ধারণ করা হবে বলেও জানান আলী।

আলী আব্বাস জাফর ক্যাটরিনা কাইফ সুপার হিরো

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর