Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেল বটম’র শুটিং হবে স্কটল্যান্ডে


১৬ জুন ২০২০ ২১:৪৪

২০১৯ সালের শেষের দিকে অক্ষয় কুমার ‘বেল বটম’র ঘোষণা দেন। স্পাই থ্রিলার ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। গত নভেম্বরে এর প্রমোশনাল ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হয়। যা বেশ হাইপ তুলেছিলো। ‘কোভিড-১৯’র কারণে ছবিটির শুটিং বন্ধ ছিলো এতদিন। অক্ষয় যত দ্রুতই সম্ভব শুটিং শুরু করতে চান।

বলিউড হাঙ্গামা বলছে, ‘বেল বটম’র পুনরায় শুটিং লোকেশন হিসেবে স্কটল্যান্ডকে প্রথম পছন্দ হিসেবে রেখেছেন অক্ষয়। প্রযোজক বাসু ভগ্নি চাচ্ছেন আগামী মাস থেকেই ক্যামেরা ওপেন করতে এবং তা বিদেশি লোকেশনে। তবে এর জন্য ছবির বাজেট বেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তবে এ ক্ষেত্রে বড় বাধা শুটিংয়ের অনুমতি পাওয়া। এর সমাধানও ভেবে রেখেছেন তারা—ছবিতে লোকেশনের নানাভাবে মার্কেটিং করা এবং এর বিনিময়ে ট্যাক্সে ছাড় পাওয়া।

‘বেল বটম’ পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। আগামী বছরের ২২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অক্ষয় কুমার বেল বটম স্কটল্যান্ডে শুটিং