Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে অনলাইনে ‘লিবারেশন ডকফেস্ট’


১৬ জুন ২০২০ ২০:২১

মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে মঙ্গলবার (১৬ জুন) থেকে শুরু হয়েছে ‘লিবারেশন ডকফেস্ট’। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে অনলাইনে দর্শকরা বিনামূল্যে উৎসবের ছবিগুলো দেখতে পাবেন।

‘লিবারেশন ডকফেস্ট’-এ প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ও জাতীয় বিভাগ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে।

‘বঙ্গবন্ধু মুক্তিদাতা’ ক্যাটাগরিতে রয়েছে- বঙ্গবন্ধু ও তৃতীয় বিশ্বের নেতাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ‌‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ পর্যায়ে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ও সাম্প্রতিক প্রামাণ্যচিত্র। এছাড়া শিক্ষার্থীদের নির্মিত ‘ওয়ান মিনিট ফিল্ম’ ও পূর্বভারতের নতুন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

দেশের ও দেশের বাইরের আগ্রহী দর্শক বিনামূল্যে এইসব প্রামাণ্যচিত্র দেখতে পারবেন। তবে তার আগে নিবন্ধন করে নিতে হবে।

রেজিস্ট্রেশনকারী সবাই প্রামাণ্যচিত্রের তালিকা, সময়সূচি এবং তথ্যাদি নিয়মিতভাবে পাবেন।

নিবন্ধন করার ঠিকানা- www.liberationdocfestbd.org

মুক্তিযুদ্ধ জাদুঘর লিবারেশন ডকফেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর