Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তসলিমা নাসরিনের কবিতা নিয়ে আইরিন


১৫ জুন ২০২০ ১৯:৪০

প্রখ্যাত লেখক তসলিমা নাসরিনের বিখ্যাত কবিতা ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’। প্রেমিকের প্রতি অভিমান থেকে লেখা কবিতাটি এবার ভিডিওতে নিয়ে আসছেন চিত্রনায়িকা আইরিন। কবিতাটি আবৃত্তিও করেছেন তিনি।

ভিডিওচিত্রটির মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন আইরিন। সারাবাংলাকে সোমবার (১৫ জুন) সন্ধ্যায় জানান, গতকাল (রবিবার, ১৪ জুন) সারাদিন ভিডিওটির শুটিং হয়েছে। নির্মাণ করেছেন ইভান মনোয়ার। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দত্ত।

বিজ্ঞাপন

‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’র শুটিং হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকা, বিজয় সরনী ও পান্থপথের রেস্টুরেন্ট কফি বাজে। এতে মডেল হয়েছেন আইরিন নিজেই।

বাংলাদেশের মেহজাবিন, আরিফিন শুভ, নওশীন, হিল্লোলসহ অনেক তারকারই ইউটিউব চ্যানেল রয়েছে। সেগুলো বেশ জনপ্রিয়ও। তাদের দেখা দেখি ইউটিউবিং নাকি ভিন্ন চিন্তা থেকে আসা?

‘আসলে কাউকে দেখে আসলে আরও অনেক আগেই আসতে পারতাম। কিন্তু লকডাউন সময়ে আমার মনে হলো নিজের এমন কিছু জিনিস করা উচিত যা আমার দর্শকদের হাসাবে, কাঁদাবে। সে জিনিসগুলো দেখানোর জন্যই চ্যানেলটা খোলা’—বলেন আইরিন।

কেনো তসলিমা নাসরিন? আইরিন বলেন, ‘ওনার এ কবিতাটা আমার খুব ভালো লাগে। তাই আবৃত্তির পাশাপাশি ভিজ্যুয়াল করার চিন্তা করলাম।’

চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে কোরবানির ঈদ থেকে। এর আগে আরও কিছু ছোট ছোট ভিডিও নির্মাণ করবেন চ্যানেলটির জন্য।

আইরিন আরিফিন শুভ ইউটিউব চ্যানেল কবিতা আবৃত্তি তসলিমা নাসরিন নওশীন ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত মেহজাবিন হিল্লোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর