অস্কারে ইতিহাস গড়লেন জর্ডান পিলে
৫ মার্চ ২০১৮ ১৭:২৬ | আপডেট: ৫ মার্চ ২০১৮ ১৭:৪৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
আমেরিকান অভিনেতা জর্ডান পিলে। কৌতুক অভিনেতা হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। লিখেছেনও অনেক। সোমবার (৫ মার্চ) অনুষ্ঠিত নব্বইতম অস্কারে ছিলেন তিনি। অংশগ্রহণ করেন মনোনীত হিসেবে।
অস্কারে সেরা সিনেমা বিভাগে মনোনীত নয়টি সিনেমার মধ্যে ‘গেট আউট’ অন্যতম। এই সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার জর্ডান পিলে। অরিজিনাল স্ক্রিন-প্লে বিভাগে অস্কার জিতেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা, পরিচালক ও লেখক।
প্রথমবার জিতেই অস্কারে ইতিহাস তৈরি করলেন তিনি। অরিজিনাল স্ক্রিন-প্লে বিভাগে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ পেলেন অস্কার অ্যাওয়ার্ড।
ট্রফি পেয়ে পিলে টুইটারে লিখেছেন, ‘মাত্রই আমি অস্কার পেয়েছি।’ তার পুরস্কার অর্জনে আরও অনেকেই অভিনন্দন জানিয়েছে পিলেকে। তাদের মধ্যে অভিনেতা জশ গ্যাড লিখেছেন, ‘তোমার (পিলে) পুরস্কারপ্রাপ্তি আমাকে আনন্দিত করেছে। চিত্রনাট্য ছাড়াও অন্য বিভাগে অস্কার পাবার যোগ্য তুমি।’
অপরাহ উইনফ্রে লিখেছেন, ‘আমি সত্যি অনেক আনন্দিত ও গর্বিত।’
সারাবাংলা/পিএ