Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকার নিরাপত্তারক্ষীর আকাশচুম্বী বেতন


১২ জুন ২০২০ ১৯:৫৯

বলিউডের তারকাদের ব্যক্তিগত সহকারী, ড্রাইভার কিংবা দেহরক্ষীরা লক্ষাধিক টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন, এ খবর অনেকেই জানেন। সালমান খান তার নিরাপত্তা রক্ষী শেরাকে কত বেতন দেন, তা নিয়ে বহুবার বিভিন্ন ধরনের খবর প্রকাশ্যে এসেছে। সালমান-শেরার জুটি যখন প্রায় প্রত্যেকেরই জানা, সেই সময় দীপিকার নিরাপত্তা রক্ষী জালালের কথা জানেন কি?

ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, ২০১৭ সাল থেকে দীপিকার নিরাপত্তা রক্ষী হিসেবে নিযুক্ত জালাল। তখন তাকে বছরে ৮০ লক্ষ রুপি করে বেতন দিতেন দীপ্পি। অর্থাৎ প্রত্যেক মাসে সাড়ে ৬ লক্ষ রুপি করে বেতন পেতেন জালাল। তবে বর্তমানে তা বার্ষিক ১ কোটি রুপি ছুঁয়েছে বলে বি টাউনের গুঞ্জন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত সালমান খান তার নিরাপত্তা রক্ষী শেরাকে প্রত্যেক মাসে ১৫ লক্ষ রুপি করে বেতন দেন। পাশাপাশি শেরার খাবার থেকে পোশাক কিংবা বিদেশ ভ্রমণ, সবকিছুর খরচই সালমান বহন করেন বলে জানা যায়।

দীপিকা পাডুকোন নিরাপত্তারক্ষী বেতন সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর