Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছর গোপন রেখে বিয়ের খবর ফাঁস করলেন মোনালি


১১ জুন ২০২০ ১৭:০৫

মোনালি ঠাকুর যে বহুদিন ধরে প্রেম করছেন, সেই খবর অনুরাগীদের অজানা ছিল না। সবাই জানত জার্মান বয়ফ্রেন্ড মাইকের সঙ্গে বছর কয়েক ধরে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু আদতে যে তিনি প্রেম করছেন না, রীতিমতো সংসার করছেন, তা কে জানত? সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মোনালি নিজেই। বলেছেন তিন বছর আগেই বিয়ে করেছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে মোনালি ঠাকুরের একটি মিউজিক ভিডিও। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই নিজের বিয়ের কথা জানান গায়িকা। বলেন, ২০১৭ সালেই তিনি মাইককে বিয়ে করেছেন। কিন্তু কাউকে কিছু বলেননি। পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতেই শুভ কাজ সম্পন্ন হয়। ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠান হয়নি। বরং একেবারে অন্য ঘটনাই ঘটেছিল। বিয়ের দিন নাকি বিমানবন্দরে আটকে ছিলেন মাইক। ভেবেছিলেন ভিসা অন অ্যারাইভ্যাল পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। তবে ভারত সরকার তখন তাদের খুব সাহায্য করে বলে জানান মোনালি। কার্যত সরকারের হস্তক্ষেপেই বিয়ে ঠিকমতো হওয়া সম্ভব হয়।

বিজ্ঞাপন

২০১৬ সাল থেকে ডেট করা শুরু করেন মাইক ও মোনালি। ক্রিসমাসে মাইক মোনালিকে বিয়ের প্রস্তাব দেন। সাক্ষাৎকারে মোনালি জানিয়েছেন, প্রোপোজালটা ছিল বেশ রোম্যান্টিক। যে গাছে নিচে তাদের আলাপ, সেখানেই বিয়ের প্রস্তাব দেন মাইক। তখন সুইজারল্যান্ডের তাপমাত্রা ছিল মাইনাস তিন থেকে চার ডিগ্রি। তাই ধানাইপানাই করে সময় নষ্ট করেননি তিনি। সময় নষ্ট না করে প্রস্তাব স্বীকার করেন। তারপর বাজে বিয়ের সানাই। এখন স্বামীর সঙ্গে সুইজারল্যান্ডেই রয়েছেন মোনালি ঠাকুর।

এরই মধ্যে মুক্তি পেয়েছে মোনালির নতুন গানের ভিডিও Dil Ka Fitoor। সেখানে তার বিপরীতে দেখা যাচ্ছে মাইক’কে। তবে তিনি নাকি মোনালির প্রথম পছন্দ ছিলেন না। ‘শুরুতে এক জার্মান মডেলের আমার বিপরীতে করার কথা ছিল। কিন্তু আমার টিমের মনে হল যে পর্দায় ঠিক কেমিস্ট্রিটা জমবে না। তখনই মাইককে বললাম মিউজিক ভিডিওতে আমার সঙ্গে কাজ করতে হবে। ভালোই তো হল বলুন… পয়সা বেঁচে গেল আমার!’

বিজ্ঞাপন

Dil Ka Fitoor মাইক মিউজিক ভিডিও মোনালি ঠাকুর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর