Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিনি সুতোর টান’র বাজিমাত


১১ জুন ২০২০ ১৫:৩৭

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর একমাত্র সন্তান আয়াশ। বাবার পথ ধরেই ২০১৮ সালে ‘বিনি সুতোর টান’-এ অভিনয় করেন। ঈদে প্রচারিত টেলিফিল্মটি পরিচালনা করেন শিহাব শাহীন। সেখানে বাবার বিপরীতেই অভিনয় করেন আয়াশ।

‘বিনি সুতোর টান’ গানচিল মিউজিকের ‘গানচিল ড্রামা এন্ড সিনেমা’ নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। সেখানে সম্প্রতি টেলিফিল্মটি দশ মিলিয়ন অর্থ্যাৎ এক কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

টেলিফিল্মটি প্রচারের পর বেশ প্রশংসিত হয়েছিলো। ওই সময়ে আয়াশের বয়স ছিলো মাত্র তিন বছর। অপূর্ব ও আয়াশ ছাড়া এতে আরও ছিলেন জাকিয়া বারী মম।

‘বিনি সুতোর টান’-এ ব্যবহৃত ‘আমার জন্য তুই পৃথিবী’ গানটিও দর্শক-শ্রোতারা পছন্দ করেছে। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন অমিত ও ঈশান। কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র। এটিও ইউটিউবে ২০ লক্ষাধিক ভিউ হয়েছে।

https://youtu.be/YObYEeEHRxY

অপূর্ব আয়াশ বিনি সুতোর টান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর