Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাতাল লোক’র পর আবার প্রযোজনায় আনুষ্কা শর্মা


১১ জুন ২০২০ ১০:৪২

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজটাও সমান তালে চালিয়ে যাচ্ছেন বলিউডের আনুষ্কা শর্মা। লকডাউনে বন্ধ হয়ে আছে অভিনয়। তাই প্রযোজনার কাজে মনপ্রাণ ঢেলে দিয়েছেন তিনি। অ্যামাজন প্রাইমে তার প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সুপারহিট। আর তারপরই পরবর্তী প্রযোজনার কথা ঘোষণা করে দিলেন আনুষ্কা। এবার নেটফ্লিক্সে আসছে ‘বুলবুল’। অবশ্য এটি ওয়েব সিরিজ নয়, পুরোদস্তর ফিল্ম।

নিজের ইনস্টাগ্রামে ছবির টিজার শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে ছুটে চলেছে গাছের উপর দিয়ে। এমন একটি টিজার দেখার পর নেটদুনিয়ায় স্বাভাবিকভাবেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। কিন্তু আনুষ্কা শর্মা ছবির গল্প নিয়ে একটিও বাক্যব্যয় করেননি। শুধু লিখেছেন, ‘নিজেকে আবিষ্কার, ন্যায়, রহস্য ও চক্রান্তের এক দুর্দান্ত কাহিনি। নেটফ্লিক্সে শীঘ্রই আসছে’।

বিজ্ঞাপন

তবে আনুষ্কা না বললেও ‘বুলবুল’এর গল্প কিছুটা হলেও প্রকাশ পেয়ে গিয়েছে। ছবির গল্প সত্য এবং তার ভাইয়ের নাবালিকা স্ত্রী বুলবুলকে নিয়ে। সত্যকে ইংল্যান্ডের স্কুলে পড়তে পাঠানো হয়। ইংল্যান্ড থেকে ফিরে সত্য দেখে যে ‘বুলবুল’কে পরিত্যাগ করেছে তার ভাই। তারপর থেকে ‘বুলবুল’ গ্রামের লোকদের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তবে গ্রামের মানুষকে রহস্যময় এক মহিলা প্রতারিত করছে। কে সে? বুলবুল নয় তো? রহস্য সন্ধান শুরু করে সত্য। এই নিয়ে আনুষ্কার ছবি ‘বুলবুল’। ছবিতে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তৃ্প্তি ডিমরি এবং রাহুল বোস। ২৪ জুন এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

অ্যামাজন প্রাইম আনুষ্কা শর্মা ওয়েব সিরিজ নেটফ্লিক্স পাতাল লোক বলিউড বুলবুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর