না ফেরার দেশে সংগীত শিল্পী নিলুফার বানু লিলি
১০ জুন ২০২০ ২৩:৫৪ | আপডেট: ১১ জুন ২০২০ ০০:৪০
না ফেরার দেশে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী নিলুফার বানু লিলি। আজ বিকেল ৫টা নাগাদ নিজ বাসায় মৃত্যুবরন করেন তিনি। শিল্পী নিলুফার বানু লিলি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বলে সারাবাংলা’কে নিশ্চিত করেন তাঁর মেয়ে অনিন্দিতা। তবে মৃত্যুর সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
অনিন্দিতা সারাবাংলাকে জানালেন, শিল্পী নিলুফার বানু দীর্ঘদিন যাবত ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। উনাকে কেমো দেয়া হচ্ছিল। সর্বশেষ কেমো দেয়ার পর উনি বেশ অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে উনি জ্বরে ভুগছিলেন। আজ হটাৎ করে উনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বিধায় উনাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। সর্বশেষ খবর অনুযায়ী তাঁর মৃতদেহ কখন এবং কোথায় দাফন করা হবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
টপ নিউজ নিলুফার বানু লিলি রবীন্দ্র সংগীত রবীন্দ্র সংগীত শিল্পী