Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজয়, ইমরান ও আলিয়া একসাথে বানশালীর ছবিতে


৯ জুন ২০২০ ২১:৪৫

সঞ্জয় লীলা বানশালীর বহুল প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘গাঙ্গুবাই’র শুটিং শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। লকডাউনের আগে থেকেই মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এর সেট বানিয়ে রেখেছেন বানশালী। ছবিটিতে আলিয়া ভাট কাজ করবেন এ খবর সবাই জানেন। নতুন খবর হচ্ছে আলিয়ার সাথে থাকছেন অজয় দেবগণ ও ইমরান হাশমি।

অজয় ও ইমরান দশ বছর আগে সবশেষ কাজ করেছিলেন ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এ। ‘গাঙ্গুবাই’-এ তাদের দুজনের চরিত্র ‘এক্সটেন্ডেট ক্যামিও’। অজয় গ্যাংস্টার করিম লালার চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে ইমরান হাশমির চরিত্র সম্পর্কে খুব একটা জানা যায় নি। তবে তাদের দুজনের চরিত্রে নির্মাণে দেখা যাবে বানশালী মুন্সিয়ানা, এমনটাই আশা বলিউডপ্রেমীদের।

বিজ্ঞাপন

‘গাঙ্গুবাই’ সঞ্জয় লীলা বানশালীর একটি স্বপ্নের ছবি। তিনি এ ছবির স্ক্রিপ্ট নিয়ে গত কয়েক বছর ধরে কাজ করেছেন। তার আরেক স্বপ্নের ছবি ‘বাইজু বাওয়ারা’ নির্মিত হবে রনবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে।

অজয় আলিয়া ইমরান গাঙ্গুবাই