Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গনা রানাওয়াত এখন সংগীতশিল্পী


৯ জুন ২০২০ ১৮:৪০

করোনাকালিন লকডাউনে বন্ধ সবকিছুই, নেই কাজ, অখণ্ড অবসর। আর এই অবসরকেই কাজে লাগাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। লকডাউনে মানালির বাড়িতে সঙ্গীতে মন দিলেন কঙ্গনা। পিয়ানোতে ‘লাভ স্টোরি’র থিম মিউজিক বাজিয়ে শোনাতে দেখা গেল বলিউডের ‘কুইন’কে।

১৯৭০ সালে হলিউড ক্লাসিক লাভ স্টোরির থিম মিউজিক পিয়ানোয় বাজিয়ে সেটার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘KanganaRanaut turns to classics — plays Love Story theme on the piano at her house in Manali’।

বিজ্ঞাপন

লকডাউনের পুরোটা সময়ই নিজের পরিবারের সঙ্গে কাটাতে দেখা গিয়েছে কঙ্গনাকে। কখনও নিজের পাহাড়ি বাংলোয় বাবা-মা বোন, আবার কখনও কুল্লুতে কেনা বোনের নতুন বাংলো সাজিয়ে দিয়েছেন নিজের হাতে। এদিকে মণিকর্ণিকার পর খুব শীঘ্রই আবারও পরিচালক হিসাবে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। ‘অপরাজিত অযোধ্যা’ নামে ছবি বানাতে চলেছেন তিনি।

কঙ্গনা রানাওয়াত থিম মিউজিক পিয়ানো বলিউড বলিউড কুইন লাভ স্টোরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর