প্রেমিকের সঙ্গেই বাগদান, ৩ মাস পর জানালেন ফারিয়া
৮ জুন ২০২০ ২১:০১ | আপডেট: ৮ জুন ২০২০ ২১:১৮
ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া বাগদান সেরেছেন, তবে সেটা করেছেন গোপনে। সেও প্রায় তিন মাস আগের কথা। এতদিনে এসে নিজেই জানালেন সে কথা।
সোমবার (৮ জুন) নিজের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন নুসরাত ফারিয়া। তার মধ্য দিয়ে নিজেই সবাইকে জানিয়েছেন, তার বাগদান হয়েছে ১ মার্চ।
বাগদানের তথ্য জানালেও ফারিয়া তার হবু বরের নাম বা পেশা সম্পর্কে এতটুকুও মুখ খুলতে চান না। তবে বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা দীর্ঘদিন একে অপরকে চিনি। মূলত সাত বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের সম্মতিতে আমাদের আংটিবদল হয়েছে। পাত্রের নাম এখনই বলতে চাই না।’
‘আশিকী’ ছবির মাধ্যমে ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার। সবশেষে মুক্তিপ্রাপ্ত ছবি ‘শাহেনশাহ’। লকডাউনের আগে শুটিং করছিলেন দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’।
এছাড়া শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিং শুরু করেও বন্ধ করে দিতে হয়েছিল।