ইউটিউব নিয়ে আর কী পরিকল্পনা শুভর
৬ জুন ২০২০ ২০:৫৪ | আপডেট: ৬ জুন ২০২০ ২২:১৭
ঈদে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ছবিটি মুক্তির কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন চলমান থাকায় বন্ধ ছিলো দেশের সকল সিনেমা হল। ফলে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই বলে কি ভক্তদের বঞ্চিত করা যায়! তাদেরকে কিছু একটা উপহার দেওয়ার ভাবনা থেকে শুভ খুলেন নিজের ইউটিউব চ্যানেল।
‘আরিফিন শুভ’ নামেই চ্যানেলটির নাম রাখেন শুভ। চ্যানেলটিতে গত ২২ মে প্রকাশ করেন তার কণ্ঠে গাওয়া গান ‘মনটা বোঝে না’। খুব অল্প সময়ে গানটি আড়াই লক্ষাধিক দর্শক দেখেছে। তার চ্যানেলটির সাবস্ক্রাইবারও প্রায় ২৭ হাজার। ইউটিউব নিয়ে তার পরিকল্পনা কী?
‘আমি তো ইউটিউবার না। আমার পক্ষে প্রতি সপ্তাহে কনটেন্ট দেওয়া সম্ভব না। এটা করেছি আমার মনে হয়েছে, আমার দিক থেকে ফ্যানদের কিছু দেওয়া যায় কিনা সে চিন্তা থেকে। তবে ইচ্ছে আছে যদি যখনই সুযোগ পাবো কিছু না কিছু দেওয়ার’—বললেন শুভ।
‘মিশন এক্সট্রিম’-এ ভক্ত-দর্শকরা তাকে সিক্স প্যাকে দেখতে পাবে। কিন্তু এর জন্য তাকে মাসের পর মাস কসরত করতে হয়েছে। এ সময়ের মোটামুটি প্রতিটা মুহুর্তই ধারণ করে রেখেছেন তিনি। ইউটিউব চ্যানেলে সিক্স প্যাক করার পুরো জার্নি নিয়ে একটি ‘বডি ট্রান্সফরমেশন’ ভিডিও আসবে পরবর্তীতে। এমনটাই জানালেন শুভ।
করোনাভাইরাসের কারণে অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি। শুভ বললেন, ‘বাসাতেই নানা ধরণের ওয়ার্ক আউট করেছি। এছাড়া বাজার করার জন্য নিচে গিয়েছি। চেষ্টা করছি সর্বোচ্চ সতর্ক থাকার।’
শুটিং শুরু হয়েছে ৫ জুন থেকে। শুভ কবে থেকে শুরু করবেন? ‘মাত্র তো সব কিছু খুললো। অনেকের সাথেই কথা হচ্ছে। দেখা যাক কবে থেকে শুরু করা যায়।’