অস্কার জিতলেন যারা
৫ মার্চ ২০১৮ ১২:৫৮ | আপডেট: ৫ মার্চ ২০১৮ ১৩:৪৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
অস্কার পুরস্কারকে ঘিরে পৃথিবীর নানা প্রান্ত থেকে পাখির চোখে চেয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। কোন সিনেমা পুরস্কার জিতবে, কারা জিতবেন না এসব নিয়ে অনেকে করেছেন ভবিষ্যতবাণী। সংবাদপত্রের ‘পেজ থ্রি’তেও লেখা হয়েছে বিশ্লেষনধর্মী অনেক গালগল্প। নব্বইতম অস্কারের পর্দা নামলো সোমবার সকালে। মিলিয়ে দেখা যাক কার কার হাতে উঠলো এবারের একাডেমি পুরস্কারের ট্রফি।
- সেরা চলচ্চিত্র: দ্য শেপ অব ওয়াটার
- সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
- সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
- সেরা পার্শ্ব-অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)
- সেরা পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
- সেরা সেরা পরিচালক: গিয়ের্মো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
- সেরা চিত্রনাট্য (মৌলিক): জর্ডান পিলে (গেট আউট)
- সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জেমস আইভরি (কল মি বাই ইউর নেম)
- সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি)
- সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো
- সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ডিয়ার বাস্কেটবল (গ্লেন কিয়ান)
- সেরা প্রামাণ্যচিত্র: ইকারাস (ব্রায়ান ফোজেল)
- সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫ (ফ্রাঙ্ক স্টিফেল)
- সেরা চিত্রগ্রহণ: ব্লেড রানার ২০৪৯ (রজার আ ডিকিন্স)
- সেরা রূপসজ্জা: ডার্কেস্ট আওয়ার (কাজুহিরো সুজি, ডেভিড ম্যালিনোস্কি ও লুসি সিবিক)
- সেরা মৌলিক সুর: আলেক্সান্ড্রে দেসপ্লা (দ্য শেপ অব ওয়াটার)
- সেরা মৌলিক গান: রিমেম্বার মি (ক্রিস্টেন অ্যান্ডারসন লোপেজ ও রবার্ট লোপেজ, ছবি: কোকো)
- সম্পাদনা: লি স্মিথ (ডানকার্ক)
- সেরা শিল্প নির্দেশনা: পল ডেনহ্যাম অস্টারবেরি (দ্য শেপ অব ওয়াটার)
- সেরা মঞ্চসজ্জা: শেন ভিউ ও জেফ মেলভিন
- সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য সাইলেন্ট চাইল্ড (ক্রিস ওভারটন ও র্যাচেল শেনটন)
- শব্দ সম্পাদনা: ডানকার্ক (রিচার্ড কিং ও অ্যালেক্স গিবসন)
- শব্দমিশ্রণ: ডানকার্ক (মার্ক ওয়াইনগার্টেন, গ্রেগ ল্যান্ডেকার ও গ্যারি অ্যা. রিজ্জো)
- ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯ (জন নেলসন, জার্ড নেফজার, পল ল্যাম্বার্ট ও রিচার্ড আর. হুভার)
- সেরা পোশাক পরিকল্পনা: মার্ক ব্রিজেস (ফ্যান্টম থ্রেড)
সারাবাংলা/টিএস/পিএ