Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে সেরা ছবি ‘দ্য শেপ অফ ওয়াটার’


৫ মার্চ ২০১৮ ১১:২৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

অবস্থান ছিলো দু-দিকেই। কেউ বলেছিলেন দ্য শেপ অফ ওয়াটার হবে সেরা, কেউ বলেছিলেন ডানকার্ক, গেট আউট বা লেডি বার্ড সিনেমার কথা।

অস্কার ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া দ্য শেপ অফ ওয়াটার দিকে মুখ বাকাও করেছেন অনেকে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সমালোচক ও দর্শকদের মতামতের ভিত্তিতে বিভিন্ন স্পেকুলেশন প্রকাশ করেছে ডানকার্ক, গেট আউট বা লেডি বার্ড নিয়ে।

তবে গোল্ডেন গ্লোব জেতার পর সবাই ধরেই নিয়েছেলো শেপ অফ ওয়াটার হবে নব্বইতমো অস্কারের সেরা সিনেমা। হলোও তাই।

গিয়ের্মো দেল তোরো পরিচালিত ছবিটি জিতেছে নব্বইতম অস্কারের সেরা সিনেমার পুরস্কার। ছবির প্রযোজনাতেও নেই জনপ্রিয়, নামকরা বা প্রভাবশালী কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। টিএসজি এন্টারটেইনমেন্ট ও ডাবল ডেয়ার ইউ প্রোডাকশন প্রযোজনা করেছে ছবিটি।

ফ্যান্টাসি ড্রামা ঘরানার ছবিটি প্রতিবন্ধি এলিস ও বিশেষ সৃষ্টি মাছ-মানুষকে নিয়ে।

গ্যারি ওল্ডম্যান ও ম্যাকডর্ম্যান্ড সেরা অভিনেতা-অভিনেত্রী
অস্কারে সেরা পরিচালক দেল তোরো

সারাবাংলা/পিএ

 

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর