Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানের অফিসিয়াল সিলেকশন ঘোষণা


৪ জুন ২০২০ ১৫:৪৮

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান। এবার ‘কান চলচ্চিত্র উৎসব’র ৭৩তম আসর বসার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাসের মহামারির কারণে এবারের আসরটি হচ্ছে ভার্চুয়ালি। কানে নানাভাবে চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি হল থেকে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা দেন জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো ও সভাপতি পিয়েরে লেসকিউর। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ঘোষণা পর্বটি কানের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

বিজ্ঞাপন

কম্পিটিশন, আঁ সার্তে রিগার, আউট অব কম্পিটিশন, মিডনাইট স্ক্রিনিংস ও স্পেশাল স্ক্রিনিংস— এ বিভাগগুলোতে সাধারণত কানে অফিশিয়াল সিলেকশন হয়। কিন্তু এবার উৎসব কর্তৃপক্ষ বিভাগগুলো নতুন করে সাজিয়েছে।

যে সকল পরিচালকের কমপক্ষে একটি ছবি পূর্বে কানে নির্বাচিত হয়েছে— দ্য ফেইথফুল; দ্য নিউকামার— সম্পূর্ণ নতুন পরিচালক, যাদের এর আগে কোন ছবি কানে প্রদর্শিত হয়নি; অ্যান অমনিবাস ফিল্ম, দ্য ফার্স্ট ফিচার—প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্মাতার ছবি; ডকুমেন্টারি, কমেডি ফিল্ম, অ্যানিমেটেড ফিল্ম।

‘দ্য ফেইথফুল’ বিভাগে নির্বাচিত হয়েছে হ্যাভেন টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস (দক্ষিণ কোরিয়া, আইএম সাং-সু), পেনিনসুলা (দক্ষিণ কোরিয়া, ইয়ন সাং-হো), ট্রু মাদারস (জাপান, নাওমি কাওয়াসে), দ্য রিয়েল থিং (জাপান, কোজি ফুকাদা), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (যুক্তরাষ্ট্র, ওয়েস অ্যান্ডারসন), লাস্ট ওয়ার্ডস (যুক্তরাষ্ট্র, জনাথন নসিটার), লাভারস রক (যুক্তরাজ্য, স্টিভ ম্যাককুইন), ম্যানগ্রোভ (যুক্তরাজ্য, স্টিভ ম্যাককুইন), অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক, টমাস ভিন্টারবার্গ), সামার অব এইটি ফাইভ (ফ্রান্স, ফ্রাঁসোয়া অজোন), এডিএন (ফ্রান্স/আলজেরিয়া, মাইওয়েন), ফরগটেন উই উই’অল বি (স্পেন, ফের্নান্দো ত্রয়েবা), ইন দ্য ডাস্ক (লিথুয়ানিয়া, শারুনাস বার্তাস), হোম ফ্রন্ট (বেলজিয়াম, লুকা বেলভ্যু)।

বিজ্ঞাপন

‘দ্য নিউকামার’ বিভাগে নির্বাচিত হয়েছে দ্য থিংস উই সে, দ্য থিংস উই ডু (ফ্রান্স), অ্যা নাইট ডক্টর (ফ্রান্স), অ্যা গুড ম্যান (ফ্রান্স), রেড সয়েল (ফ্রান্স), টেডি (ফ্রান্স), হিয়ার উই আর (ইসরায়েল), প্যাশন সিম্পল (লেবানন), সুয়াড (মিসর), অ্যামোনাইট (যুক্তরাজ্য), লিম্বো (যুক্তরাজ্য), সোয়েট (সুইডেন), ফেব্রুয়ারি (বুলগেরিয়া), অনফন্ট টেরিবল (জার্মানি), নাদিয়া, বাটারফ্লাই (কানাডা)।

‘অ্যান অমনিবাস ফিল্ম’ বিভাগে প্রদর্শিত হবে ‘সেপটেট: দ্য স্টোরি অব হংকং’।

‘দ্য ফার্স্ট ফিচার’ বিভাগে স্ট্রাইডিং ইন্টু দ্য উইন্ড (চীন, ওয়েই শুজু), জন অ্যান্ড দ্য হোল (যুক্তরাষ্ট্র, পাসকুয়াল সিস্তো), ফলিং (যুক্তরাষ্ট্র, ভিগো মর্টেনসেন), গ্যাগারিন (ফ্রান্স, ফ্যানি লিয়েতা ও জেরেমি ত্রুই), সিক্সটিন স্প্রিংস (ফ্রান্স, সুজান লান্দন), শিফন বয় (ফ্রান্স, নিকোলাস মউরি), ভাউরিয়েন (ফ্রান্স, পিটার দুরুন্তসি), ইব্রাহিম (ফ্রান্স, সামির গেসমি), স্লালম (ফ্রান্স, শার্লেন ফ্যাবি), প্লেজার (সুইডেন, নিনিয়া থিবার্গ), মেমোরি হাউস (ব্রাজিল, জোয়াও পাওলো মিরান্ডা মারিয়া), ব্রোকেন কিস (লেবানন, জিমি কিরুজ), বিগিনিং (জর্জিয়া, ডেয়া কুলুম্বেগাশভিলি), শুড দ্য উইন্ড ফল (আর্মেনিয়া, নোরা মার্টিরসিয়ান), দ্য ডেথ অব সিনেমা অ্যান্ড মাই ফাদার টু (ইসরায়েল, ডানি রোজেনবার্গ) ছবিগুলো।

‘ডকুমেন্টারি’ বিভাগে প্রদর্শিত হবে দ্য বিলিয়ন রোড (কঙ্গো প্রজাতন্ত্র, জুদো আমাদি), দ্য ট্রাফল হান্টারস (যুক্তরাষ্ট্র, মাইকেল ডোয়েক ও গ্রেগরি কার্শো),  নাইন ডেজ ইন রাক্কা (ফ্রান্স, জাভি দ্যু ল্যঁজান)।

‘কমেডি ফিল্ম’ বিভাগে প্রদর্শিত হবে অ্যান্টোয়নেট ইন দ্য সেনেনস (ফ্রান্স, ক্যারোলিন ভিনাল), দ্য টু আলফ্রেড (ফ্রান্স, ব্রুনো পোদালিদেস), দ্য বিগ হিট (ফ্রান্স, ইমানুয়েল কুরকল), দ্য অরিজিন অব দ্য ওয়ার্ল্ড (ফ্রান্স, ল্যঁহো লাফিত), দ্য স্পিচ (ফ্রান্স, ল্যঁহো তিরার)।

‘অ্যানিমেটেড ফিল্ম’ বিভাগে প্রদর্শিত হবে সৌল (যুক্তরাষ্ট্র, পিট ডক্টর), ইয়ারউইগ অ্যান্ড দ্য উইচ (জাপান, গরো মিয়াজাকি), ফ্লি (ডেনমার্ক, ইওন্যাস পুয়া রাসমুসেন) ও জোসেফ (ফ্রান্স, অরেল)।

অফিসিয়াল সিলেকশন কান চলচ্চিত্র উৎসব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর