Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যারি ওল্ডম্যান ও ম্যাকডর্ম্যান্ড সেরা অভিনেতা-অভিনেত্রী


৫ মার্চ ২০১৮ ১১:০৭ | আপডেট: ৫ মার্চ ২০১৮ ১২:২৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ডেলিয়েল ডে লুইসের মতো তিনবারের অস্কারজয়ীসহ চারজনকে টেক্কা দিয়ে দিলেন গ্যারি ওল্ডম্যান। বৃটিশ এই অভিনেতা উইনস্টোন চার্চিলের চরিত্রে অভিনয় করেছেন ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমায়। আর এ জন্য তার হাতে উঠলো নব্বইতমো অস্কারের কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার।

আর সেরা অভিনেত্রী হিসেবে অস্কার উঠেছে ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ড-এর হাতে। থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার। এর আগে ১৯৯৭ সালে ‘ফার্গো’ সিনেমার জন্য ম্যাকডর্ম্যান্ড প্রথম অস্কার পান।

থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি ছবিটি বাফটাসহ বিভিন্ন মহলে আলোচিত ও প্রসংশিত সিনেমা।

অস্কারে দৌড়ে সেরা অভিনেতা অভিনেত্রীর বিজয়ী হওয়ার সম্ভাব্য তালিকায় অধিকাংশ সমালোচক ও দর্শক গ্যারি ওল্ডম্যান ও ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ডকে রেখেছিলেন তাদের ধারণায়।

অস্কারে সেরা পরিচালক দেল তোরো

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর